পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আরে পশু ধিক তোরে ধিক শতবার। ভেবেছিলি পাগুবেরে দিবি ছারখার ॥ সদাই পাওবনিনা পাওবের দ্বেষ । পাণ্ডব অনিষ্ট চেষ্টা অশেষ বিশেষ ॥ কোথা সে শকুনি মামা ডাক একবার। তোমারে বিপদে আসি করুন উদ্ধার ॥ । যাহার মন্ত্রণাবল বড়ই প্রবল । - যাহাতে ঘটেছে এই অনর্থ সকল ॥ যে মন্ত্রণাবলে হলো কুরুকুলক্ষয়। নিধন ক্ষত্ৰিয়বংশে দূরবর্তী নয়। তোমার এ দশা আজ যে মন্ত্রণার ফল । বম্বন্ধঃ বুঝি যেন যায় রসাতল ॥ . মনে ছিল বড় আশ পাণ্ডবেরে বনবাস দিয়ে লবে রাজসিংহাসন। ভুঞ্জিবে অতুল মুখ পাওবের প্রাবে দুখ না আসিবে ফিরিয়া ভবন। সে হলো কথার কথা পাইলে মরমে ব্যথা তবু নাহি ছাড়িলে কৌশল। করি যুদ্ধ আয়োজন অশ্ব হস্তী অগণন রথ রথী:ব্যাপিল ভূতল। আছে শত সহোদর কত শত ধনুৰ্দ্ধর ভীষ্ম দ্রোণ কৰ্ণ মহাবীর। হয়ে সেই গৰ্ব্বে মত্ত না বুঝিলে সারতত্ত্ব জয়ী হৰে মনে ছিল স্থির ॥ সে বাসনা গেল ঘুরে জয় আশা গেল দূরে। যুদ্ধযজ্ঞে পেলে পগুভাব। কোথা কৰ্ণ বীরবর অদ্বিতীয় ধনুৰ্দ্ধর এসে তব দেখুক প্রভাব ॥ - দেখ কাও বিধাতার কি বা চিত্র বিধি তার পরহেতু পাতিলে যে ফাদ।