পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুঃশাসনের শোণিতপনোদ্যত ভীম। ২৯৭ আপনার পড়ে তায় মারা গেলে হার হায়! ঘটিল বিষম পরমাদ ॥ অহে নব যুবরাজ ! কোথা এবে কুরুরাজ ডাক তারে হেথ একবার । লয়ে হস্তে ধনুৰ্ব্বাণ দিক তব প্রাণদান ৰদি থাকে শকতি তাহার ॥ এতেক বচন বলি বৃকোদর বীর । হইল মত্তের প্রায় ক্রোধেতে অধীর ॥ ভীমনাদে মুহুর্মুহুঃ করিল গর্জন। দেখিতে দেখিতে হলো লোহিতবরণ ॥ জিনিল শরীর কান্তি প্রভাত ভাস্করে । স্বৰ্গ মর্ত্য কাপাইল ঘন হুহুঙ্কারে ॥ অগ্নিকুণ্ডসম দুই নয়ন হইল । কুম্ভকারচক্র হেন ঘুরিতে লাগিল । স্বেদজলে পরিপ্লুত হলো কলেবর। বরষার ধারাবর্ষা যেন গিরিবর ॥ মুহুর্মুহুঃ আস্ফালিয়া কেশ আকৰ্ষিয় । দুঃশাসনে ভূমিতলে দিল ফেলাইয়া ॥ চড়িয়া বসিল তার বক্ষের উপর। বসাইয়া দিল বক্ষে প্রখর নখর ॥ বেগেতে শোণিত ধারা ছুটয়া উঠিল । উদ্ধ দৃষ্টি হয়ে ভীম কহিতে লাগিল ॥ সাক্ষী হও গ্ৰহগণ দেব দিবাকর । যে লাঞ্ছনা পাওবের করেছে পামর ॥ যে লাঞ্ছনা দ্রৌপদীরে বিবসন করে । করেছে পামর পশু সভার ভিতরে ॥ যে যাতনা পাগুবেরে বনবাস দিয়া । দিয়াছে, স্মরিলে ছয় বিদারিত হিয়া ॥ সে সবার আজ আমি লব প্রতিশোধ । সাক্ষী থাক দেবগণ এই উপরোধ ॥ । (○* ) -