পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামদেব ৩১৩ কোথা হতে এলেন ? এখানে কেনই বা এলেন ? কোথায় যাবেন ? জামাই। আমি বাজায়ে পরক করিয়া দেখছি,এখনও বুঝিতে পারি নাই। কিন্তু ভাব ভঙ্গী দেখিয়া বোধ হোচ্চে যেন কিছু কাল্পনিক ভাব আছে। সঙ্গেও এক দাসী দেখতে পেলেম । বৃদ্ধ । সে কি ভৈরবী নয় ? - জামাই । ভৈরবী বেশধারিণী বটে ; কিন্তু পরিচারিকার কাজ করে। বৃদ্ধ । ভৈরবীর সঙ্গে পরিচারিক ! এ কেমন হলো ? জামাই । ভৈরবীদিগের আকার প্রকার দেখে বোধ হয়, তারা কোন বড় মামুষের মেয়ে, কোন গুপ্ত অভিপ্রায় সাধবার নিমিত্ত ভৈরবীবেশে ভ্রমণ করছে । এই কথা বলিতে বলিতে র্তাহার ক্রমে মন্দির সম্মুখে উপনীত হইলেন । বৃদ্ধের ও জামাই বাবুর অনাদিনাথকে প্রদক্ষিণ ও প্রণাম করা যেমন তেমন, তাহার। তাড়াতাড়ি মন্দির মধ্যে প্রবিষ্ট হইয়া চিত্রাপিতপ্রায় হইয়া নিশ্চল ভাবে ভৈরবী দর্শন করিতে লাগিলেন । ও দিকে বামদেব ধীরে ধীরে মন্দির সন্নিহিত হইয়া মন্দির প্রদক্ষিণ করিলেন এবং অভ্যস্তরে প্রবিষ্ট হইয়া অনাদিনাথকে সাষ্টাঙ্গ প্ৰণিপাত করিলেন ! উখিত হইয়া দেখেন, অনাদিনাথের ভয় পাশ্বে দুটা রূপ যেন জ্বলিতেছে। প্রথম দৰ্শনক্ষণে মনে হইল, অনাদিনাথ কি বঙ্গদেশের কুলীন ব্রাহ্মণ হইয়াছেন ? তিনি কি যুগপৎ দুই দেবীর নূতন পাণিগ্রহণ করিয়া দুই পাশ্বে বসাইয়াছেন ? অথবা ভগবতী ও গঙ্গা ভৈরবীবেশে তাহার ধ্যানে নিমগ্ন হইয়াছেন ? বামদেব যে এমন ধৈর্য্যশালী, তিনিও ভৈরবীদিগের অপরূপ রূপ দৰ্শন করিয়া বিমোহিত হইলেন । ভৈরবীদ্বয় পদ্মাসনে উপবিষ্ট, নয়নযুগল নিমীলিত, পদ্ম যেমন মুদিত হইয়া আছে। অংসম্বয় শিথিল, করযুগল উরস্থলে নিহিত, বোধ হইতেছে যেন রক্তোৎপল প্রস্ফুটিত হইয়াছে। মুখমণ্ডলের সৌম্যভাব দর্শন করিয়া তিনি অধিকতর চমৎকৃত হইলেন । ভৈরবীদ্বয় ধ্যানমগ্ন ও চিস্তাস্তিমিত হইয়া আছেন ; কিন্তু র্তাহাদের ললাটফলকে ত্রিবলির উদয়, ভ্রর কুঞ্চিত ভাব, নালিকার বক্রভাব ও কপোলতলের সঙ্কীর্ণ ভাৰ নাই। অস্তরে কি যেন এক অনিৰ্ব্বচনীয় আনন্দের উদয় হইয়াছে। মুখমণ্ডল প্রফুল্ল ও অনিৰ্ব্বচনীয় প্রসন্ন ঐ ধারণ করিয়াছে। তিনি এই অপূৰ্ব্ব রূপ অনিমিষ নয়নে দর্শন করিতেছেন, এমন সময়ে হঠাৎ মনে হইল, ভৈরবীদ্বয় তাহার যেন পূর্ব ( 82 )