পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७>8:ई কল্পঙ্কম । পরিচিত। তাছার অন্তঃকরণ একান্ত বিকল হইয়া উঠিল। নানাবিধ বিপরীত চিন্তাতরঙ্গ তাহার হৃদয়ে উত্থিত হইতে লাগিল। তিনি নিতান্ত বিমনায়মান হইলেন। র্তাহার অন্তঃকরণ অসুস্থ হইয়া উঠিল! তিনি কিছু স্পষ্ট বুঝিতে পারিতেছেন না ; তাহার হৃদয় দ্বিগুণতর উদ্বিগ্ন হইতে লাগিল । তিনি ধৈর্য্যশালী হইয়া চিত্তকে স্থির করিয়া তত্ত্ব নির্ণয় করিবেন, এই চেষ্টা করিতেছেন, এমন সময়ে দীর্ঘশৃঙ্গ পৰ্ব্বতের একটি শৃঙ্গের একদেশ হঠাৎ ভাঙ্গিয়া পড়িল । এমনি ঘোর শব্দ হইল, বোধ হইল যেন, বঞ্জের খনি উদ্ধৃলিত হইয়া দীর্ঘশূঙ্গ দ্বীপমধ্যে নিপতিত হইল। দ্বীপটা এককালে কম্পিত হইয়া উঠিল। অনাদিনাথের মন্দিরটাও দোদুল্যমান হইয়া উঠিল। ভৈরবীদ্বয়ের ধ্যান ভঙ্গ হইয়া গেল, বৃদ্ধ ও বামদেবেরও যেন চৈতন্য হইল । সকলেই চঞ্চল, এমন সময়ে অদূরে এই ঘোর আর্তনাদ উখিত হইল, রাজকুমারী প্রদক্ষিণ প্রণাম করিবার নিমিত্ত অনাদিনাথের মন্দিরে যাইতেছিলেন, তিনি দীর্ঘশৃঙ্গের ভগ্ন শৃঙ্গের নিম্নে পতিত হইয়া প্রাণত্যাগ করিতেছেন। সেই করুণস্বর শ্রবণ করিয়া সকলেই সেই দিকে ধাবমান হইলেন । সাংখ্যদর্শন । তৃতীয় অধ্যায়। ( পুৰ্ব্ব প্রকাশিতের পর । ) উপরে সামান্যতঃ যে বিপৰ্য্যয়, অশক্তি ও তুষ্টি সিদ্ধি প্রভৃতির কথা বল। হইয়াছে, পশ্চাদ্বত্তী স্বত্রচতুষ্টয় দ্বারা তাহার বিশেষ বৃত্তান্ত বর্ণন করা হইতেছে। অবাস্তৱভেদাঃ পূৰ্ব্ববৎ ॥ ৪১ ॥ স্ব ॥ বিপৰ্য্যয়স্যাবাস্তরভেদ যে সামান্যতঃ পঞ্চোক্তান্তে পূৰ্ব্বৰৎ পূৰ্ব্ব চার্ধ্যৈধথোক্তাস্তথৈব বিশিষ্যাবধাৰ্য্যাঃ বিস্তরভয়ান্নেহোচান্ত ইত্যর্থ । তে চাবিদ্যাদয়োময়াপি সীমান্যত এব ব্যাখাতা পঞ্চেতি। বিশেষতত্ত্ব দ্বাষষ্টিভেদাস্তভুক্তং কারিকায়াং— ভেদন্তমসোহষ্টবিধো মোহস্য চ দশবিধোমোহামোঙ্গঃ । তামিস্ৰোইষ্টাদশধা তথা ভবত্যন্ধতামিক্সঃ ॥ ইতি। অস্যারমর্থ । অষ্টশ্বব্যক্তমহদহঙ্কারপঞ্চতন্মাত্রেৰু প্রকৃতিস্বনাজুম্মাল্পবুদ্ধিরবিদ্যা তমোহষ্টৰ ভবতি । কাৰ্য্যকারণাভেদেন কেবলবিকৃতি