পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి: - শৃঙ্গবেরপুরাধীশাং রামতোলব্ধজীবিকঃ লঘুশদেন্দুশেখরঃ। সতীদেবীগর্ভ"ত এবং শিবভট্টপুত্র ধীমান (নাগেশভট্ট) যাচকদিগের কল্পতরুস্বরূপ এবং শত্রুর পক্ষে হুতাশনস্বরূপ শৃঙ্গবের পুরাধিপতি রাম (সিংহের ) নিকট জীবিকা লাভ করিয়াছিলেন। । - প্রায় তিন শত বৎসর গত হইল নাগেশভট্ট রাজা রামসিংহের সভায় বৰ্ত্তমান ছিলেন । তিনি ভট্রোজিদীক্ষিতের প্রপৌত্রের সমসাময়িক লোক ; অতএব সাড়ে চারি শত বৎসর পূৰ্ব্বে ভট্রোজিদীক্ষিত জীবিত ছিলেন, এইরূপ अश्मांन श्य । । মল্লিনাথ তাহার টাকার অনেক স্থানে সিদ্ধান্ত কৌমুদী হইতে বৃত্তি উদ্ধৃত করিয়াছেন। তজ্জন্য তিনি যে ভট্রোজিদীক্ষিতের পরে জন্মগ্রহণ করিয়াছিলেন তাহাতে আর সন্দেহ নাই। চারি পাঁচ শত বৎসর পূৰ্ব্বে যে ব্যক্তি বর্তমান ছিলেন, সাত শত বৎসর পূৰ্ব্বে বল্লালসেন ভোজ প্রবন্ধে তাহার নামোল্লেখ করিতে পারেন না। অতএব কবি মল্লিমাথ এবং টীকাকার মল্লিনাথ দুই স্বতন্ত্র ব্যক্তি। টীকাকার মল্লিনাথ আপনাকে কবি মল্লিনাথ হইতে পৃথকরূপে বুঝাইবার নিমিত্ত সৰ্ব্বত্রই “ কোলাচল ” এই বিশেষণ পদ প্রয়োগ করিয়াছেন। ( শ্ৰীমহামহোপাধ্যায়-কোলাচল-মল্লিনাথ স্থরিবিরচিতায়াং ইত্যাদি । ) মল্লিনাথের কাল নির্ণয় সম্বন্ধে আমরা যে কথা বলিলাম, তাহাতে পাঠক একটা আশঙ্কা করিতে পারেন । শব্দকৌস্তুভ মনোরমায় আছে— বোপদেবমহাগ্রহগ্রস্তে বামনদিগগজ । কীৰ্ত্তেরেব প্রসঙ্গেন মাধবেন বিমোচিন্তু বামন এবং জয়াদিত্য কাশিক বৃত্তি রচনা ৰুক্ট। ঐ বৃত্তিপুস্তকে রচয়িতার নাম “ বামন জয়াদিত্য ” এইরূপ মিলিত পদে লিখিত হইয়াছে ; কিন্তু ভট্রোজিদীক্ষিত প্রণীত প্রৌঢ়মনোরমায় তদ্ধিত প্রকরণে বামনজয়াडिा नोटभन्न श्रार्थक, rझथाहेग्रो ब्रिाप्छ्न । डिनि “ दक्षल्लार्थीलिङि " श्रृएज লিখিতেছেন যে,-" এতং সৰ্ব্বং জয়াদিত্যমতেনোক্তং বামনন্ত মন্যতে “ । পণ্ডিতবর বামন যদি পৃথক ব্যক্তি হইলেন, তবে আমরা উক্ত শ্লোকে বামনের নাম পাইতেছি। মহারাষ্ট্র ভাষায় বিবিধ মনোহর কাৰ্যৈক দেশग५ुरश् बॉमन रुदिब्र नाम ८क्षिडि श्ftsा बाङ्ग । ङिनि ssss भरतः चाक्ভূত হইয়াছিলেন। কেহ যদি বলেন, এই বামন কবিই কাশিক বৃত্তি