পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাণায়ণ ও মহাভারত। ' woS9 শ্ৰয়তে হি পুরাণে২পি জটিল নাম গৌতমী। ঋষিমধ্যাসিতবতী সপ্ত ধৰ্ম্মভূতাং বর ॥ তথৈব মুনিজ বাক্ষী তপোভিৰ্ভাবিতাত্মনঃ। সংগঠাতৃদশ ভ্রাকৃনেকনায়ঃ প্রচেতস: | আমি কখন মিথ্যা বলি না, এবং অধৰ্ম্মেও আমার মতি নাই। এ विश्tग्न आभाद्र भन इंश्यझ, अङ4द ईशzछ कथन अश्वषं नाई। १ज्ञान শুনিয়াছি—গৌতমী জটিল ধৰ্ম্মপরায়ণ সপ্তর্ষিকে বিবাহ করিয়াছিলেন ; এবং মুনি কন্যা বাক্ষী প্রচেতা নাম ধৰ্ম্মনিষ্ঠ দশ ভাইকে বরণ করেন। সভ্য সমাজের মধ্যে কোন ব্যক্তির এরূপ অভিরুচি হওয়াই অভাবনীয়। রামচন্দ্র হরধনু ভঙ্গ করিয়া কাঞ্চনপ্রতিমা সীতা সতীকে লাভ করিলেন। ভদ্রজনোচিত কৌলিক প্রথানুসারে গুরুজন সমীপে মহা সমারোহে বিবাহ হইল। ভরত, লক্ষ্মণ ও শক্রয় পৃথক পৃথক বালিকার পাণিগ্রহণ করেন, তাহারা সীতাকে অংশ করিয়া লন নাই। বাল্মীকি মহাভারতের অনেক স্থল অনুকরণ করিয়াছেন, কিন্তু ব্যাসের কুৎসিত দোষগুলির অনুকরণ করেন নাই। যে পুস্তকে দোষ ভাগ ত্যাগ করিয়া গুণ ভাগ পরিগৃহীত হইয়াছে, সেই পানি শেষের গ্রন্থ ; বোধ করি এই অনুমান যুক্তি ও বিচার সঙ্গত । আমরা দেখিতে পাই, ব্যাসের সময় কি স্ত্রী কি পুরুষ উভয় জাতির এক আশ্চৰ্য্য কুপ্রবৃত্তি ছিল,-পুরুষ সুন্দরী কামিনী দেখিলে এককালে অস্থির হইয়া পড়িত, তাহার কিছুমাত্র হিতাহিত জ্ঞান থাকিত না। আবার কুলবালাগণও রূপবান পুরুষের মুখাবলোকন করিলে স্থির থাকিতে পারিত না । ভীম নিশাচরী পৰ্য্যন্ত বিবাহ করিলেন, অর্জন ব্রহ্মচারি-বেশে তীর্থ ভ্রমণ করিতে করিতে নাগকন্যা ও গন্ধৰ্ব্ব কন্যার পাণিগ্রহণ করিলেন। কিন্তু সৌম্যমূৰ্ত্তি রাধব, অম্বুজ লক্ষ্মণের সঙ্গে অরণ্যে অরণ্যে ভ্রমণ করিয়াছেন ; রাবণের ভগিনী সুর্পনখা তাহদের অভিসরণ করিয়া কত সাধিয়াছিল ; কিন্তু তাহারা নিশাচরীর অনুরোধ রক্ষা করেন নাই। রাম লক্ষ্মণ যদি ব্যাসের হাতে পড়িতেন, তবে অভিসারিক স্বৰ্পনখার মনোরথ পূর্ণ হইত। ব্যাস মুগ্ধপ্রকৃতি অবলা জাতিকে ক্ষুঃ দেখিতে পারিতেন না। উপগত কামিনীকে অবশ্যই সন্তুষ্ট করিতে হইত,—যিনি তাহাতে বিমুখ হইতেন, তার-রক্ষা - খার্কিত না! পাঠক! কীৰ বৃহন্নলাকে কি স্মরণ আছে ? : .لاة বাল্মীকির সময়ে গুণবান ব্যক্তিদিগের স্বভাব ও চরিত্র বড় নিৰ্ম্মল হই