পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

D& • . . কল্পদ্রুম : कनिब २७y• बरनब श्र शैउ श३:न मकबश्नैौtबब्रां ब्रांश्च इईश्वन । कालका যাহাদিগকে বধ করিবেন। ইহাও পূৰ্ব্ব নিৰ্দ্ধারিত সময়ের নিকট হইতেছে। অতএব দুই সহস্ৰ বৎসরের অধিক হইল পাণিনি জন্মপরিগ্রহ করিয়াছিলেন এবং তাহার কিছু কাল পরে মহর্ষি বাল্মীকি মুশ্রাব্য রামগুণ কীৰ্ত্তন করিয়া তপোবনবাসী মুনিদিগের আনন্দ বৰ্দ্ধন করেন । - স্ত্রীরঙ্গলাল মুখোপাধ্যায়—য়:হুত । দেবগণের মর্ত্যে আগমন । ( পূৰ্ব্ব প্রকাশিতের পর । ) ইন্দ্র । নীচের ওরা কারা ? কাশী । ও একটা মেষের বাস । ইন্দ্র । কি বল্লেন মেষের বাসা ? কাশী। আজ্ঞে, মেসের বাসা । অর্থাৎ এখানকার অধিকাংশ কেরাণীই অল্প বেতন পান। পরিবার কাছে থাকলে খরচ কুলায় না ; সুতরাং ১০ । ১৫ জন একত্র হয়ে একটা হাপ হোটেল গোচ খুলে আছেন। ইন্দ্র। মেচের বাসায় আহারাদি কিরূপ হয় ? কাণী । খাওয়া,ঐ কথার বলে বাসাড়ে খাওয়া। কচু ঘেচ্‌ দিয়ে একটা ধোকার তরকারী, কুচে কাচা মাচ দিয়ে একটা অমৃত-রস, একটা ডাল ও একটা অন্ন সচরাচর হইয়া থাকে। তদ্ভিন্ন বাবুদের নিতান্ত অরুচি হবার উপক্রম হইলে কোন কোন মাসে হলো পাটাটা আশটাও জবাই করে 邻卡可目 * * ইন্দ্র । হিন্থর ছেলে হয়ে জলাই করে খায় ? কাশী। প্রকৃত জবাই নয়, তবে একরূপ জবাই বটে। হয়েচে কি জানেন—দেবতাকে উদ্দেশ করে বলি দিতে হইলে পুরোহিতের দক্ষিণ, নৈবেদ্য ইত্যাদির খরচ আছে ; তদ্ভিন্ন কামারে মুড়িটে নিয়ে টানাটানি আরস্ত করে, সুতরাং এই সকল কারণে উত্ত্যক্ত বিরক্ত হয়ে পাটাটাকে অন্ধকার ছাই গাদায় ফেলে ত্ৰিশ কোপ বত্ৰিশ কোপে হত্যা করে আহার করা छ्ग्न ! - ব্ৰহ্মা । উঃ ! কি পাষণ্ড!! একটি জীবকে এই প্রকারে হত্যা করতে কি মায়াও হয় না ? এ অখাদ্য ভোজন অপেক্ষা ত অন্য উপায়ে