পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । N○むを গ্রামকে গ্রাম উজোড় করিয়া আনিয়াছি,অথচ কোন গোল হয় নাই। কিন্তু কলু করলে কি ? র্যা ! বেশ্যাকে পরিবার এবং বেশ্যার মাকে মা বলে এনে ধরা পড়লো। সাহেবেরা একেবারেই পাশ বন্ধ করে দিতেছিলেন শেষে অনেক কাদা কাটীর পর নিয়ম হয়েছে শুদ্ধ পরিবার ও পুত্র কন্যাগণ ব্যতীত পাশ দেবে না। পাশ বৎসর বৎসর পূজার সময় একবার মাত্র দেওয়া হইবে তবে যাহার ভাগ্য ভায়ু আর বড় বাবুদের সুপারিশের জোর থাকবে লে দুইবার পেলেও পেতে পারে। তবে শেষোক্ত পাশ ইচ্ছাধীন। ভাই ! চল আমরা ধোনাকে মেরে জামালপুর ছাড়া করিগে। অপর ব্যক্তি কহিলেন "ওহে ভাই, এখানে অনেক কলু আছেন, কেহ স্ত্রীকে কন্যার পাশ দিয়া এবং শাশুড়ীকে পরিবারের পাশ দিয়া ও অনিয়া থাকেন। • কেরাণীর চলিয়া গেলে দেবতার হাস্য করিতে করিতে উপরে উঠিলেন এবং পরস্পরে বলিতে লাগিলেন পাশের বাজারে আগুন ধোনার ধদাষেও লাগে নাই, তোমাদের দোষেও লাগে নাই, লেগেছে আমাদের উপোর শুভাগমন দোষে। তাহারা সকলে উপবেশন কৰিলে উপো ছুটে গিয়া রাজনী বামুনের নিকট হইতে কাশীদাসী মহাভারতখনি চাহিয়া আনিয়া ব্ৰহ্মাকে পড়িয়া শোনাইতে লাগিল। : ব্ৰহ্ম কহিলেন “ বরুণ ! বৈখানি লিখচে ভাল। এ লেকেট কে হে? ” বরুণ। কাশীরাম দাসকে কি আপনি চেনেন না ? আজ কল তিনি । স্বর্গের কবিপাড়ায় বাস করচেন। মধ্যে মধ্যে আপনার বাগানে ফুল তুলতেও এসে থাকেন। কেন, সে দিনও যে আপনাকে একটা পাকা আত ग्निां शिंप्रां८छ्न । - ব্ৰহ্মা। ওঃ ! সেই ছিপছিপে সুন্দর মানুষট বটে ? তাহার বাড়ী কি এইখানে ছিল ? ' বরুণ। আজ্ঞে না, তাহার বাট কাটোয় নামক স্থানের কিঞ্চিং দক্ষিণে সিঙ্গিগ্রাম নামক স্থানে ছিল। ইহার পিতার নাম কমলাকান্ত দেব। কাশী । রামদাসই প্রথমে বঙ্গভাষায় মহাভারত লেখেন । । এই সময়ে কাশীনাথ বাবু আসিয়া উপস্থিত হইলেন। উপে তাহাকে দেখিয়া পুস্তক পড়া বন্ধ করিল। ব্ৰহ্মা কহিলেন “ মহাশয় ! এ ছোকর ছাবার কেতাব বেস পড়তে পারে। আপনারা এখানে আছেন জোগাড় - করে এর একটা কৰ্ম্ম কাজ করে দিতে পারেন ?