পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©© Ꮼ . কল্পদ্রুম | কাশী । আপনার গত রাত্রে বলেছেন “ শূন্যে চাকরী শব্দের অর্থ কি তাহা কেহ জানে না। ” তবে আবার ইহার চাকরী করার অবশ্যক কি ? আজ কাল চাকরী করার বিশেষতঃ কেরাণীগিরি করার যে স্বপ্ন, যদি কাহারও এক সন্ধ্যা খাইবারও সংস্থান থাকে, সে যেন আমার পরামর্শে এ কাজে প্রবৃত্ত না হয়। •. বরুণ ৷ হয়েছে কি জানেন, এদের সাত পুরুষ এদেশে বাস কর চে । এ বালকের জন্মও এ প্রদেশে ; সুতরাং শূন্যের জল হাওয়া উহাদের সহা হয় না । কাশী । ঐ রোগেই ত মাথা খেয়েছে । আমার নিবাস মহাশয় বঙ্গদেশের উলা নামক স্থানে। যে বৎসর সেখানে অত্যন্ত মহামারী হয়, আর্মি, সপরিবারে পশ্চিমে পালয়ে আসি । শেষে এখানে একটা কৰ্ম্মও জুঠিয়া যায়। অনেকদিন পশ্চিমের জল বায়ু সেবন করে এক্ষণে শরীরটে 'এমনি হয়েছে যে দেশে গিয়ে যদি ভেরাত্রি বাস করি, নানাপ্রকার রোগ এসে ধরে । যাহt" হউক, উপে বাবু নিতান্ত বালক । এক্ষণে উহাকে কৰ্ম্ম করতে দিলে আখেরের মাথা খাওয়া হবে। আমার বিবেচনায় আর কিছু দিন পড়ান । উচিত । - . ব্ৰহ্মা বালক বলে বালক । এখনও কুকুর বিড়াল নেবার জন্য আবদার করে। হিন্দুস্থানীরা কি প্রকারে লঙ্কা দিয়ে ছাতু খায় ছুটে গিয়ে দেখে আসে । উপো! তুই কিছু দিন জামালপুর স্কুলে পড় ? উপো । বাবা বলেন “ দেখ উপো ! তোকে যে স্থানে কৰ্ম্মের জন্য পাঠাচ্চি, সেখানে কচি বয়েসেই যাওয়া উচিত । কারণ, ঐ সরকারে বেতন বৃদ্ধির কোন নিয়ম নাই, কেহ কখন মলে কি কৰ্ম্ম পরিত্যাগ করলে ২ । ১ টাকা ভাগযোগ করে দেয় । অতএব বাবা ! তোকে তার দশ বৎসর পরে পাঠালে অলাভ ব্যতীত লাভ নাই। এক্ষণে পাঠালে ঐ দশ বৎসরের মধ্যে তবু ভোর দশ পাচ টাকা বেতন বাড়তে পারে। বিশেষতঃ তোর কোষ্ঠীতে লেখা আছে, চুল পাকলেই কৰ্ম্ম যাবে ; সুতরাং অল্প বয়সেই কাজে লাগ৷ উচিত হোচ্ছে । তুই যে কয়েক বৎসর চাকরী করবি, তন্মধ্যে দুটা ফাড় আছে। একটা তোর পিতামহীর শ্রাদ্ধোপলক্ষে যখন ছুটী চাবি, অপরটা যখন চুল পাকবে :প্রথমটার জন্য যদি দরখাস্ত না করিস, সে ফীড়াটা কেটে যাবে । ” . .