পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্তে আগমন । \56: ჯ বাহিরে দাড়াটুয়া রহিলেন। কাশী বাবু কহিলেন “ দেখলেন মহাশয় । চাকরীর বাজার কিরূপ। মুরুঝি না থাকলে আজ কাল কিছু হবার যে নাই । বাবুরা যে উপায়ে চাকরী হবে বলে দিলেন ও উপায় আমিও বলে দিতে পারি। স্পষ্ট এখানে কিছু হবে না, না বলিয়া কেমন কৌশলে নিরা •শ্বাড়ি হলো দেখুন। মনের ভাব, কেহ ২। ৪ বৎসর বাস করেও থাকতে পারবে না, উইদিগকেও কৰ্ম্ম কাজ করে দিতে হবে না সুহি হউক, ট্রাফিক আফিসের এক সেজে বাবু এবং অডিট অফিসের এক নবাবুর সহিত আমার বিশেষ বন্ধুত্ব আছে, দেখি যদি তাহদের দ্বারা কোন উপায় হয়। এই সময় “ স্থাৎ বাম, র্যাৎ বামা" শব্দে গুড ট্ৰেণখনি বাহির হইল গেল। গেটম্যান অমনি “ কঁ্যা কোচ ” শব্দে গেট মুক্ত করিয়া দিল। দেবতারা গল্প করিতে করিতে ব্রাহ্মসমাজের সম্মুখে উপস্থিত হইলে কাশী বাৰু কহিলেন “ সম্মুখে দেখুন জামালপুরের ব্রাহ্মদিগের মঠ। উপো । ঠাকুর কাকা, চল না মঠের মধ্যে কি ঠাকুর আছে দেখে আসি। নারা। কাশী বাবু! সন্ধ্যা হয়েছে একটু অপেক্ষা করুন, আরতি দেখে श्ां । কাশী। আঞ্জে, ব্রহ্মের জ্যোতিৰ্ম্ময়, কিরণময়, আলোর স্বরূপ নিরাকার ঈশ্বরের উপাসনা করেন, মুতরাং মঠে কোন প্রতিমূৰ্ত্তি নাই। ঈশ্বরকে আরতী করার পদ্ধতির ব্রাহ্মশাস্ত্রে উল্লেখ নাই, তবে যদি ভবিষ্যতে হয় বলিতে পারি না। সন্ধ্যা দিবার নিমিত্ত্ব শনিবার ভিন্ন আজ যে দ্বার উদঘাটন হইবে এমনও বোধ হয় মা । ইন্দ্র। শনিবারে দ্বার খুলিয়া রাখার কারণ কি ? কাশী । সকলেই ইংরাজ সরকারে কাজ কৰ্ম্ম করেন,অন্য বারে সুবিধা হয় ম{। রবিবারে বন্ধ থাকে এজন্য শনিবারে অনেক রাত্রি পর্য্যন্ত আমোদ প্রমোদ করার সুবিধা হয়। হয়েচে কি জানেন আজ কাল কাহার অবস্থা ভাল নহে ; মুতরাং বৈঠকখানা গৃহে পাঁচ এয়ার সঙ্গে করিয়া বসাটা প্রায় যার তার ভাগ্যে ঘটে না। ব্রাহ্ম হলে সে সাধটা মেটে। কতকগুলো এয়ারও পাওয়া যায় এবং বাতির আলোয় ভাল বিছানায় বসে দুটো সরা গল্প, একটা ভক্তিরসের গান এবং দুই একটা কীৰ্ত্তনও-শোনা হয়। ব্রাহ্ম সমাজটা হয়েচে কি জানেন যৌবন কালের একটা রিপু বিশেষ। যৌবনের যেমন অন্যান্য রিপুগণ চেগে না উঠিলে শোভা হয় না, তেরি সেই সঙ্গে সঙ্গে