পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७१० কল্পদ্রুম । । যে আবার নবপ্রস্তুত গরুর পয়ঃপানের পৃথক নিষেধ করা হইতেছে, অধিক দোষ হয় এই প্রদর্শন করাই তাহার উদ্দেশ্য। বৃথাকুসরসংঘাৰম্পায়সাপুপমেব চ। অনুপাকৃতমাংসানি দেবান্নানি হৰীংষি চ ॥ ৭ ॥ তিলমিশ্রিত অন্ন, ঘৃত, ক্ষীর, গুড় মিশ্রিত গোধুম চুর্ণ, পায়স, পিষ্টক, দেবতাকে উদ্দেশ করিয়া যদি এ সকল পাক করা না হয়, তাহ পরিত্যাগ করিবে । আর অনিবেদিত পশু মাংস নৈবেদ্য এবং ঘূতাদিও পরিত্যাগ করিবে । অনিৰ্দ্দশায়াগোঃ ক্ষীরমেীঃমৈকশফন্তথা । আবিকং সন্ধিনীক্ষীরং বিবৎসায়াশ্চ গোঃ পয়ঃ ৮ ॥ যে গরুর বংস হইয়া দশ দিন অতীত হয় নাই এমন গরুর দুগ্ধ, উষ্ট্রের অশ্বের, ও মেষের দুগ্ধ পান করিবে না। আর যে গরু ঋতুমতী হইয়াছে আর যে গরুর বৎস নাই তাহারও দুগ্ধ পান করিবে না । আরণ্যানাঞ্চ সৰ্ব্বেষাং মুগাণাং মাহিষং বিনা ৷ স্ত্রীক্ষীরঞ্চৈব বর্জ্যানি সৰ্ব্বগুক্তানি চৈব হি ॥ ৯ ॥ মহিষ ভিন্ন আর সমুদায় হস্ত্যাদি বন্য পশুর দুগ্ধ পান করিবে না। আর যে সকল দ্রব্য স্বভাবতঃ মধুরাদি রস-সম্পন্ন অধিকক্ষণ থাকাতে অন্ন হইয়া যায়,সেই পষুধিত দ্রব্য ভক্ষণ করিবে না। দধি ভক্ষ্যঞ্চ শুক্তেষু সৰ্ব্বঞ্চ দধিসম্ভবং ! যানি চৈবাভিমূয়ন্তে পুষ্পমূলফলৈঃ শুভৈঃ ॥ ১০ ॥ পযুষিত দ্রব্যের মধ্যে দধি এবং দধিজাত দ্রব্য তক্রাদি ভক্ষণ করিবে । আর পযুষিতের মধ্যে যে সকল দ্রব্য উত্তম পুষ্প মূল ফলের সহিত মিশ্রিত হইয়া অবিকৃত ভাবে থাকে তাহা ভক্ষণ করিবে । ক্রব্যাদান, শকুনীন্সৰ্ব্বাংস্তথা গ্রামনিবাসিনঃ। অনির্দিষ্টাংশ্চৈকশফাংষ্টিfট্রভঞ্চ বিবজয়েৎ I ১১ ॥ যে সকল পক্ষী কাচা মাংস খায় তাহাদিগের এবং গ্রামবাসী পারাবতাদির মাংস ভক্ষণ করিবে না। আর যে সকল পশু যজ্ঞেতে নির্দিষ্ট হয় নাই, তাদৃশ গর্দভাদির মাংস এবং টিfট্রভ পক্ষীর মাংস পরিত্যাগ করিবে। কলবিম্ভং প্লবং হংসঞ্চক্রাঙ্গং গ্রামকুকুটং। সারসং রজ্জ্বালঞ্চ দাস্তৃহৎ শুকশারিকে ॥ ১২ ৷