পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭২ কল্পদ্রুম। ন ভক্ষয়েদেকচরানজ্ঞাতংশ্চ মৃগদ্বিজান । ভক্ষ্যেস্বপি সমুদিষ্টান্সৰ্ব্বান, পঞ্চনখাংস্তথা । ১৭ ॥ যাহার একাকী চরে অর্থাৎ সর্পাদি এবং যে সকল মৃগ পক্ষীকে বিশেষরূপে জানা নাই তাহার মাংস ভক্ষণ করিবে না। আর যাহাদের পাঁচটা নখ অর্থাৎ বানরীদির মাংস ভক্ষণ করিবে না। সামান্যতঃ পঞ্চনখ ভক্ষণ নিষেধ করিয়া তাহার প্রতিপ্রসব করা इ३८ङ८छ् । শ্বাবিধং শল্যকং গোধাং খড়গকূৰ্ম্মশশাংস্তথা । ভক্ষ্যান পঞ্চনথেম্বাহুরমুঠুংশ্চৈকতোদতঃ ॥ ১৮. পঞ্চনখের মধ্যে সজারু, শল্যক ( সজারুজাতীয় এক প্রকার জন্তু ) গোধা, গণ্ডক, কচ্ছপ, শশ ইহাদিগকে ভক্ষণ করিবে। আর যাহাদিগের একপাট দন্ত আছে, তাহাদিগকে ভক্ষণ করিবে ; কিন্তু উষ্ট্রমাংস ভক্ষণ করিবে না । ছত্রাকং বিটবরাহঞ্চ লণ্ডনং গ্রামকুকুটং। পলাণ্ডুং গৃঞ্জনঞ্চৈব মত্য জগ্ধ পতেদ্বিজঃ ॥ ১৯ ॥ ব্রাহ্মণ, ক্ষত্ৰিয়,বৈশ্য, যদি জ্ঞানপূর্বক কোড়ক, গ্রাম্য শূকর, রসুন গ্রাম্য কুকুট, পেয়াজ গাজর ভক্ষণ করে, তাছা হইলে পতিত হয়। অমত্যৈতানি ষড় জগ্ধা কৃচ্ছ্বং সান্তপনঞ্চরেং। - যতিচান্দ্রায়ণং বাপি শেষেষুপৰসেদহঃ ॥ ২• ॥ উল্লিখিত কোড়ক প্রভৃতি ছয়টা বুদ্ধি পূর্বক ভক্ষণ করিলে কৃচ্ছসাধ্য, সান্তপন ব্রত, (সান্তপন সপ্তাহ সাধ্য) বা যতি চান্দ্রায়ণ ব্ৰত আচরণ করিতে হয়। তদ্ভিন্ন লোহিত বৃক্ষনিৰ্য্যাসাদি ভক্ষণ করিলে এক দিবস উপবাস করিতে হয়। একাদশ অধ্যায়ে সান্তপন, ও যতিচান্দ্রাহ্মণ ব্রতের লক্ষণ করা হইবে । ংবৎসরস্যৈকমপি চরেং কৃচ্ছুং দ্বিজোত্তমঃ । অজ্ঞাতভূক্তশুদ্ধ্যর্থং জ্ঞাতস্য তু বিশেষতঃ ॥ ২১ ৷ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইহার অজ্ঞাতসারে যদি কোন দ্রব্য ভক্ষণ করিয়া থাকে, তাহার শুদ্ধির নিমিত্ত সম্বৎসর মধ্যে অন্ততঃ একবার প্রাজাপত্য ব্রত করিবে। আর জ্ঞাতসারে যদি কোন দ্রব্য ভক্ষণ করে, তাহার যে স্থানে যে বিশেষ প্রায়শ্চিন্তু লিপি আছে, তাত করিবে। "