পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষিতীশবংশাবলীচরিতম। ৩৮৯ আদিশূরের প্রকৃত রাজধানী কোথায় ছিল এখানে তাহার কিছুই উল্লেখ নাই। পূর্ববঙ্গের কোন কোন ঘটক বলেন যে, বিক্রমপুরের অন্তঃপাতী রামপাল নামক স্থানে তাহার রাজধানী ছিল। প্রযুক্ত গোবিন্দকান্ত বিদ্যাভূষণ মহাশয় স্বপ্রণীত লঘুভারতে ঐ মত গ্রহণ করিয়াছেন। পরন্তু, আমরা মুরশিদাবাদ, বাকুড়া, ও রাজসাহি প্রভৃতি স্থানের ঘটকদের পুস্তকে অনেক অনুসন্ধান করিয়াছি, কোথাও ঐ নাম দৃষ্ট হয় নাই। লক্ষ্মণ সেনের সময় তদীয় রাজ্য চারিট প্রধান বিভাগে বিভক্ত হইয়াছিল। যথা বঙ্গ, গৌড়, রাঢ়, এবং মিথিলা । কালসহকারে ইন্দ্রপ্রস্থ অঞ্চল এবং উৎকল দেশও র্তাহার রাজ্যের অন্তভূর্ত হয়। বঙ্গীয় লেখকেরা বঙ্গাদি নামের পার্থক্য সৰ্ব্বত্র রক্ষা করেন নাই । ক্ষি তীশবংশাবলী-চরিত পুস্তকে । আদিশূরকে বঙ্গের রাজা বলা হইয়াছে। ধনঞ্জয় কুল প্রদীপে লিখিত আছে যে, তিনি গৌড়ের রাজা ছিলেন— শ্ৰীশ্ৰীমানাদিশূরোভবদবনিপতিধৰ্ম্মরাজোবশাস্তা সল্লেীক: সদিচারৈরদিতিযুতপতিঃ স্বর্যথাসীন্তথাসীৎ । প্রতাপাদিত্যতপ্তাখিলজি মিররিপুস্তত্ত্ববেত্ত মহাত্মা জিত্ব বুদ্ধাংশ্চকার স্বয়মপি নৃপতিগৌড়রাজ্যান্নিরস্তান। ভারতচন্দ্র রায় বিদ্যাসুন্দরে বঙ্গ এবং রাঢ় দুই পৃথক প্রদেশ বলিয়া গ্রহণ করিয়াছেন— লস্কর অাসিত সঙ্গে, শব্দ হৈত রাঢ়ে বঙ্গে ( বিদ্যাসুন্দর ) কলিকাতার এসিয়াটিক সোসাইটতে এক খণ্ড বৃহং প্রস্তর আছে । তাহাতে প্রসিদ্ধ বাচস্পতি কবি, বাল-বল্লভ ভুজঙ্গ ভবদেব ভট্টের জীবন প্রশস্তি লিখিয়াছেন । তাহাতে রাঢ়াদি প্রদেশ পৃথক ভাবে বর্ণিত श्हेब्रएछ – আৰ্য্যাবর্তৃভুবাং বিভূষণমিহ খ্যাতন্তু সৰ্ব্বাগ্রিমে গ্ৰামঃ সিদল এব কেবলমলঙ্কারোহস্তি রাঢ়াশ্রিয়ঃ । (৩) । আর্য্যাবর্ত ভূখণ্ডের বিভূষণ, বিখ্যাত, সকল গ্রামের শ্রেষ্ঠ, একমাত্র সিদ্ধল এবং রাঢ় ঐসৌন্দর্য্যের অলঙ্কার। BBBBBBBBB BB BBBBBBBBBBBBBBBBB BB BB BBBB BBBB *ॉलकिङ; मांबद्ध६ छरैबर ऊर हो ।