পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । ৩৯৭ ইন্দ্র। আমি দেখচি পৃথিবীতে অর্থেরই গৌরব বেশী। বরুণ । গৌরব বলে গৌরব । ইহা ভিন্ন -- মাতা নিন্দতি নাভি ননতি পিতা ভ্রাতা ন সম্ভাষতে ভৃত্য: কুপ্যতি নানুগচ্ছতি সুতঃ কস্তাfপ নালিঙ্গতে । অর্থ প্রার্থন শঙ্কয়া ন কুরুতেইপ্যালাপমাত্ৰং মুহৃত তস্মাদর্থ মুপার্জয় প্রিয়সখ হ্যৰ্থেন সৰ্ব্বে বশাঃ। নারা । বরুণ, প্রজাহিতৈষী ইংরাজ রাজ কেন এই সৰ্ব্ব অনর্থের মূল টাকাগুলিকে এদেশ হইতে স্থানান্তরিত করিতে চেষ্টা না করছেন ? আমি আজ মনখুলে আশীৰ্ব্বাদ করি তাহদের যেন এ প্রদেশে এক কপর্দকও রাখিতে মতি গতি না হয় । এখান হইতে দেবগণ বাসায় ষাইয়। সে রাত্রি অতিবাহিত করিলেন এবং তৎপরদিন সাতটার ভোমা বাজিবামাত্র সকলে ওয়ার্কসপ দেখিতে চলিলেন । র্তাহার গেট দিয়া প্রবেশ করিয়া প্রথমতঃ টাইমকিপার আপিসে উপস্থিত হইয়া দেখেন গৃহটর দুইদিকের জনালার উপর লৌহের পয়সার আকৃতি অসংখ্য নম্বর সাজান রহিয়াছে। কতকগুলি বাবু সেই গুলির নিকট দাড়াইয়। কাণ খাড়া করিয়া আছেন। বহির্ভাগ হইতে শ্রমজীবীর “হাজার, তিনকুড়ি ছয় ” বলিবামাত্র বাবুরা তৎক্ষণাৎ সেই খানি লইয়া টুক করিয়া ফেলিয়া দিতেছেন । ব্ৰহ্ম । বরুণ, এগুলো দেবার তৎপৰ্য্য কি ? এবং “ হাজার তিন কুড়ি ছয় ” শব্দের অর্থ কি আমাকে বিশেষ করিয়া বল । বরুণ । এই যে নম্বর গুলি সাজান রহিয়াছে দেখিতেছেন এত লোক এই কারখানায় খাটিতেছে । ইহা দ্বারায় কত লোক উপস্থিত অনুপস্থিত হইল সহজে জানা যায়। বেহারির নিতান্ত অসভা, এজন্য একহাজার ছেষট্টি স্মরণ রাখিতে ন পারায় “ হাজার;তিন কুড়ি ছয় ” এইরূপ বলিब्रटॆि निझ निश्च नश्व 5श्ङ्गिां शश्नः । . টিকিট লইয়া যেমন কুলিয়া কারখানার মধ্যে প্রবেশ করিল আমি চারিদিক হইতে সজোরে এমন “ বাম ঝম, গমাগম ” শব্দ আরম্ভ হইল যে কাণ পাতা দায় । দেবতার কারখানার মধ্যে প্রবেশ করিয়া দেখেন এক খানি গ্রামকে গ্রাম অট্টালিক শ্রেণী বেষ্টন করিয়া রাখিয়াছে। কোন দিক দিয়া ঘই চারি টী রেল রাস্ত সোজা চলিয়া গিয়াছে। কোন স্থানে এক খানি