পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনুসংহিতা । ৪২৩ : ভক্ষণ করিবে না । অবৈধ মাংস ভক্ষণ করিলে সে ব্যক্তি যে পশুর মাংস ভোজন করে, সেই পশু পরলোকে তাহার মাংস ভক্ষণ করিয়া থাকে। সে আর তাহার হস্ত হইতে আত্মরক্ষা করিতে পারে না । ন তাদৃশং ভবত্যেনোমৃগহস্তুধর্মার্থিন: । যাদৃশং ভবতি গ্রেতা বৃথামাংসানি খাদতঃ।। ৩৪ ৷ যে ব্যক্তি দেবতা ও পিতৃগণকে নিবেদন না করিয়া বৃথা মাংস ভোজন করে, তাহার যেরূপ পাপ হয়, জীবিকার নিমিত্ত মৃগহননকারী ব্যাধাদির সেরূপ পাপ হয় না । . - নিযুক্তস্তু যথানায়ং যোমাংসং নাত্তি মানব: | সপ্রেত্য পশু তাং যাতি সস্তুবানেকবিংশতিং ॥ ৩৫ ৷ যে ব্যক্তি যথাবিধি নিযুক্ত হইয়া শ্রাদ্ধে ও মধুপৰ্কে মাংস ভোজন না করে, সে মৃত্যুর পর একবিংশতি জন্ম পশুযোনি প্রাপ্ত হয়। অসংস্কৃতান পশুন মন্ত্রৈনাদ্যাৎ বিপ্রঃ কদাচন। মন্ত্রৈস্তু সংস্কৃতানদ্যাছাশ্বতং বিধিমাশ্ৰিত: ॥ ৩৬ ॥ ব্রাহ্মণ কখন বেদবিহিত মন্ত্র দ্বারা অসংস্কৃত পশু মাংস ভক্ষণ করিবে ন। কিন্তু পশুযাগাদিবিধি আশ্রয় করিয়া মন্ত্র দ্বার সংস্কৃত পশু ভক্ষণ করিবে । কুৰ্য্যাং স্থতপশুং সঙ্গে কুৰ্য্যাত পিষ্টপশুং তথ। । নত্বেব তু বৃথা হস্তুং পশুমিচ্ছেৎ কদাচন ॥ ৩৭ ৷ যদি পশু ভক্ষণের একান্ত ইচ্ছা হয়, স্বতময়ী অথবা পিষ্টকময়ী পশু প্রতিকৃতি করিয়া ভক্ষণ করিবে, কিন্তু দেবতা ও পিতৃগণের উদ্দেশে যাগদির অনুষ্ঠান না করিয়া কখন বৃথা পশু বধ করিবার ইচ্ছা করিবে না । যাবন্তি পশুরোমাণি তাবৎকৃত্বোহ মারণং । বৃথাপশুত্বঃ প্রাপ্নোতি প্রেত্য জন্মনি জন্মনি ॥৩৮ ॥ যে ব্যক্তি দেবতাদির উদ্দেশ না করিয়া আপনার নিমিত্ত বৃথা পশু বধ করে, হত পশুর শরীরে যত রোম, সে তত কাল মৃত্যুর পর জন্মে জন্মে মারণ প্রাপ্ত হয়, অর্থাৎ তাহাকে তত জন্ম সে হত্যা করে । যজ্ঞার্থং পশবঃ স্বষ্টা: স্বয়মেব স্বয়স্তুবা । . যজ্ঞোহস্য ভূত্যৈ সৰ্ব্বস্য তস্মাৎ যজ্ঞে বধোইবধঃ ॥ ৩৯ ॥ প্রজাপতি স্বয়ং আদর পূর্বক যজ্ঞার্থ পশুর স্বাক্ট করিয়াছেন। যজ্ঞ এই به