পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झर्छोदकैग्नि क्लांभाई दिनांग्न । · 8වව এই সময় জহরিলাল চক্ষু মুদ্রিত করিয়া ঈশ্বরের নিকট ক্ষমা প্রার্থন করিয়া কহিতেছিলেন “ প্রভো ! করুণাময় ! এ অধমের গতি কি হইবে ? আজ এ অজ্ঞানকৃত মহাপাপে নিমগ্ন হইল ; ইহাকে উত্তোলন কর । নইলে তোমার দয়াল নামে কলঙ্ক রটিবে। - শ্যামান্বন্দরী বাতাস করিতেছিলেন, হঠাৎ চেয়ে দেখেন জামাতার চক্ষু দিয়া দর দর বেগে জল পড়িতেছে। তখন তালবৃন্ত ফেলে তিনিও ভেউ ভেউ করে কেঁদে ফেললেন। এবং কাঁদতে কাদতে নিজ পতিকে কহিলেন “ হা করে দেখচো কি ? বাধ, জামাই ক্ষেপে উঠেছেন। রাধানাথ গৃহিণীর কথায় গোরুর দড়া আনিতে যাচ্চেন, এমন সময়ে পরিচারিক চাপ কহিল “ ভয় নেই ডাইনে দৃষ্টি দেওয়ায় এত আবোল তাবোল বক্চেন, সন্ধ্যার সময় ওবাড়ীর রাইচরণকে ডেকে ঝাড়িয়ে নিলেই সেরে যাবেন। এখন উপরে গুইয়ে খুয়ে আসি। - এ কথায় সকলে সন্মত হইলে চাপা জামাই বাবুর হস্ত ধরিয়া শোয়াইতে চলিল। যাইবার সময় সে আত্মসাবধান হইয়া জামাই বাবুর পিরাণে একটু থুতু দিয়াছিল। অপরাহ্লে মাজের বাড়ীর মেজো গিল্লি এবং অপরাপর বাড়ীর অনেক স্ত্রীলোক আসিয়া উপস্থিত হইলেন । মেজো গিন্নি কহিলেন “ হ্যা মা শ্যাম, জহরিলাল কেমন আছেন ? গুনলাম সে নাকি বমী করেচে, আবোল তাবোল বকচে । আহ । মা, তুমি এমন কপালও করেচ ? বৎসরকার দিন কোথায় জামাই নিয়ে আমোদ আহলাদ করবে, না এই বিপদ ! . আহা, মরে যাই, বড় মেয়ের ঐ দশা, ছোটোর আবার এই! সকলই অদৃষ্টের দোষ । শ্যামা। জেঠাই মা, আমার কপাল বড় মন্দ। তা না হলে আজ সকলেই আমোদ কর চে আমি দুঃখে ভাস ছি কেন ? জেঠাই মা ! আশীৰ্ব্বাদ কর, জামাই আমার ভাল হউন। মা ষষ্ঠ যেন আজ রায়ে বাছাকে ভাল করেন, আগামী বৎসর যোড়া বেরাল দিয়ে পূজো দেব। মেজ গিরি। হয়েছে কি জান মা, তোমার জামায়ের নাকি অত্যন্ত বিদ্যা হয়েচে, তাই বোধ হয় মাথায় জায়গা না হওয়াতে এত আবৈাল তাবোল বক চেন। এক রমণী কহিল “ ভাল জেটাই মা ! ডাক্তার ডেকে খানিকটে বিদ্যে ( 48)