পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠীবাটায় জামাই বিদায়। 8ඵA রাই। দেখে বুঝতে পার চেন না ? - এই সময় জহরলাল তালি দিতে দিতে খুৰ জলদ মুরে গাইতে লাগলেন। দয়াল বলে ডাক দেখি বগল তুলে। ७नग्रांज मैंख्न ब्र श्रां८छ्न (नग्नांश थडू) लैंफ़ि ग्र श्रां८छ्न श्रांइ उरल ॥ ইত্যাদি রাইচরণ। রসো, ডাকাচি। ভদ্র লোকের ছেলের ঘাড়ে চেপেছ,শালী তোমার কি প্রাণের ভয় নেই ? - মেজে গিন্নি। রাইচরণ ! লৈাকটা কে বোধ হয় ? রাইচরণ। দেখুন না বলয়ে নিয়ে তবে ছাড় বো। এই সময় চাপ একগাছি মুড়ো ঝাট আনিয়া দিল। রাইচরণ সেই গাছটা নিকটে রাখিয়া, হাটু গেড়ে বসে পাছে ডাইনী পালায় এই আশঙ্কায় আট ঘাট বন্ধন করিতে লাগিল – শূন্যে আছেন হনুমান পাথর নিয়ে করে। পাতালে বাসুকী দেবী স্বয়ং বিহারে । দক্ষিণ দুয়ারে হয় অঙ্গদের থান । পশ্চিম দুয়ারে নীল প্রাণান্তে যেও না । উত্তরে বিরাজ করেন বুড়ো জাম্বুবান । পূৰ্ব্বেতে স্বগ্রীব গেলে হারাইবি প্রাণ। আট ঘাট বেধে ডাইনি ফেলেছি তোরে ফেরে। হাড়ি ঝি চওঁীর আজ্ঞা বেরো শিগগির করে ॥ এই সময় জহরিলীল উপাসনা সমাপ্ত করিয়া জানাল দিয়া দেখেন লোকে লোকারণ্য। তিনি মনে মনে বিরক্ত হইয়া কহিলেন “ দূর কর, এখানে এসে আমি যতবার ঈশ্বরকে ডেকেচি ততবার বিপদ ঘটেছে, অতএব এ স্থান পরিত্যাগ করাই উচিত। " এইরূপ স্থির করিয়া ব্যাগ হস্তে লইয়া গৃহের দ্বার উদঘাটন করিলেন । তিনি দ্বার খুলিবামাত্র মেজো গিন্নি কহিলেন “ আ! মরি, মরি, রাইচরণের কি জাগ্ৰং ঔষধ, মন্ত্র পড়তে না পড়তে বাহির হয়েচেন । " জহরিলাল দ্বার খুলিয়াই সন্মুখে শাশুড়ী ও শালীকে দেখে কহিলেন “ আমি যাই ৷ ” রাইচরণ আপন মনে মন্ত্র পড়িতেছিল লাফিয়ে উঠে বল্পে