পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 a কল্পদ্রুম | চনা করিতেন । ইহা কি অল্প বিস্ময়, আনন্দ ও শ্লাঘার বিষয় নয় ? সে সময় পাশ্চাত্য জ্যোতিৰ্ব্বিদগণের আদি পুরুষগণ হয় ত বাসস্থানের অনুসন্ধানের জন্য চতুর্দিকে ভ্রমণ করিয়া বেড়াইতেন। ফরাসীদেশীয় বেলির এই মতের পোষকতা প্লেফেয়ার ও অন্যান্য দুই একজন পণ্ডিতে করিয়াছেন। কিন্তু ইংলণ্ডদেশীয় জ্যোতির্বিদ বেণ্টনি এ কথা স্বীকার করেন নাই। না করুন, তিনি যে বলিয়াছেন, “ প্রায় ২৭০০ শত বৎসর পূৰ্ব্বে হিন্দুরা চন্দ্রের সপ্তবিংশতি নক্ষত্রের তত্ত্ব অবগত হইয়াছিলেন।” যদি তাহার এই কথাই সত্য হয়,তাহা হইলে তাহাও কত দিনের কথা ? জ্যোতিৰ্ব্বিদ্যার বিলক্ষণ উন্নতি না হইলে আর এ তত্ত্ব আবিষ্কৃত হয় নাই। কিন্তু তাহার উন্নতি হইতে কত দীর্ঘকাল গত হইয়াছিল ? যাহা হউক, যে প্রাচীন গ্রীকগণ জ্যোতিৰ্ব্বিদ্যার অনুশীলন করিয়া সুসভ্য দেশনিচয়ে খ্যাতিলাভ করিয়া গিয়াছেন, সেই গ্ৰীকগণ যখন প্রথম বীজগণিত শিক্ষা করিবার জন্য খড়ি হস্তে করিয়াছিলেন,তখন ভারতে বীজগণিত ও জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত উন্নতি হইয়াছিল, তখন আর্য্য-কুল ভট্ট বিখ্যাত অাৰ্য্যভট্ট কত জ্যোতিষিকতত্ত্বের আবিষ্কার করিয়া মর্ত্যে বলিয়া পরমানন্দে আকাশস্থ গ্রহনক্ষত্রাদির সহিত কথাবাৰ্ত্ত কহিতেন। আর সে হিন্দু-কুল-গৌরব আর্য্যভট্ট (৩) নাই ; সে বীজগণিতের চর্চা নাই ; সে দিন গত হইয়াছে ! ২ । তুরস্কও একটা প্রাচীন রাজ্য । ইহা ছয় অংশে বিভক্ত । ১ ম ; এসিয়ামাইনর। পূৰ্ব্বে এখানে টুর ও এফিসস নামে দুইটা প্রসিদ্ধ নগর ছিল। টু য় ইতিহাসে অতিশয় প্রসিদ্ধ। অসাধারণ রূপলাবণ্যবতী স্পার্টান রাজকুমারী হেলেনাকে লইয়া এইখানেই কত হতভাগ্য জীবন ত্যাগ করিয়াছিল!! ইহা বৰ্ত্তমান স্মর্ণনগরীর ৪০ ক্রোশ উত্তরে অবস্থিত ছিল ৷ ২ র, সীরিয়া,ইহার দক্ষিণভাগকে প্যালেষ্টিন বলে, ১৮৮১ অব্দ অতীত হইতে চলিল, খৃষ্টধৰ্ম্ম-প্রচারক যীশু এই প্যালেষ্টিনের অন্তর্গত বেথেলহামনগরে জন্ম গ্রহণ করেন বলিয়া প্যালেষ্টিন (9) “Nor is Arya Bhatta the inventor of Algebra among the Hindoo's ; for there seems every reason to believe that the science was in his time in such a state, as it required the lapse of agcs and many repeated efforts of invention to produce.” & Elphinstone's IIistory of India Wol I Page 246.