পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপদোম শ্ৰীহৰ্ষ । ( পূর্ব প্রকাশিতের পর । পাঠক! আর ব্যস্ত হইবেন না, এই বার একটুকু ধৈর্য্য ধরুন,—ঐ অদূরে কাব্য-নিকুঞ্জবনে কালিদাস কবির বিনোদ বেণুর মধুর ধ্বনি শুনিতে পাওয়া যাইফুেছ চলুন—কিঞ্চিৎ অগ্রসর হউন, দেখিতে পাইবেন এদিকে শ্ৰীহৰ্ষ যজ্ঞোপকরণ লইয়। বঙ্গভূমি পবিত্র করিতে আসিতেছেন, আবার কালিদাস উত্তর পশ্চিম প্রদেশ সুশোভিত করিতে এথান হইতে যাইতেছেন। আমরা স্বীকার করিয়াছি কালিদাস মালবাধিপতি ভোজরাজের সভায় উপস্থিত ছিলেন । তিনি যে আবার নব রত্বের প্রধান রত্ন, তাহাও সৰ্ব্বত্র প্রসিদ্ধ । নবরত্নের শ্লোকে দেখা যায়-– ' ধন্বন্তরিঃ ক্ষপণকোইমরসিংহশঙ্কু বেতালভট্টঘটকপৱকালিদাসঃ ॥ খ্যাতে বরাহমিহিরো নৃপতেঃ সভায়ং রত্নানি বৈ বররুচিনব বিক্রমস্য ৷ এখানে নব রত্নানি এইরূপ অস্বয় না করিয়া যদি নববিক্রমস্য এই অম্বয় করা যায়, তবে অর্থ হইবে যে, নূতন একজন বিক্রমাদিত্য রাজার। তদ্বারা এই বুঝিতে হইবে যে, এই বিক্রমাদিত্য রাজার পূর্কে তন্নাম আরও কতকগুলি রাজা ছিলেন । এখন দেখা আবশ্যক এরূপ প্রয়োগ আর কোথাও দৃষ্ট হয় কি না । নৈষধের দ্বাবিংশ সর্গের ১৫১ শ্লোকে লিখিত ञां८छ्- 3 * : - স্বাবিংশে নবপাহসাঙ্কচরিতে চম্পূৰ্বতোহয়ং মহ!— কাব্যে 疊 锋 举 擊 গদ্যপদ্যময় কাব্য প্রণেতা ঐহর্ষের নবসহিসাঙ্কচরিতে ইত্যাদি। পাহসাঙ্ক নামে বিক্রমাদিত্য ও ভোজরাজা বুঝায় ( ১ ) । অতএব নবসাহসাঙ্ক (১) অভিধানে সাহাঙ্ক শৰে ভোজরাজ ও বিক্ৰমাদিত্য এই দুই নাম পাওয়া যায় । ( ૭d ) :