পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্ত্যে আগমন । なミや বারের হাত ধরিয়া একখানি ইণ্টার মিডিয়েট গাড়ির দ্বারের নিকট অtসিয়া স্ত্রীকে কহিলেন “ উঠ ৷ ” স্ত্রী। তা আনি কথন উঠবে না। তুমি আমাকে বরাবর বলেছ গদিওয়াল গাড়িতে নিয়ে যাবে, এ গাড়িতে গদি কই ? বাবু। এবংসর হতে ভাই ! তোমার কপালে গদিওয়ালা গাড়ি ঘুচে নিয়েছে। নচেৎ আমার একান্ত সাধ ছিল, তোমাকে গদিতে বসায়ে নিয়ে , & ইন্দ্র। বরুণ । উহার স্ত্রী পুরুষে বলে কি ? বরণ। বাবুট ৪০ টাকা বেতনের রেলওয়ে কেরাণী। রেলওয়ে কোম্পীনীর নিয়ম ছিল ৪০ টাকা বেতনের কেরাণীরা সেকেণ্ড ক্লাশের পাশ পাইবেন । এজন্য বোধ হয় বাবু স্ত্রীর কাছে আস্ফালন করিয়াছিলেন এবার আমার বেতন বৃদ্ধি হইয়া ৪০ টাকা হইয়াছে ; অতএব তোমাকে গদিপাত। গাড়িতে তুলিয়া বাড়ী লইয়া যাইব । কিন্তু বাবুর সৌভাগ্যদোষে রেলওয়ে কোম্পানী সম্প্রতি নিয়ম করিয়াছেন ৮০ টাকা বেতনের কেরাণীরা সেকেও ক্লাশে যাইবেন । তাহার নিম্ন বেতনের কেরাণীদিগকে ইন্টারমিডিয়েট এবং চল্লিশের নিম্ন বেতনের কেরাণীরা থড ক্লাশ পাশ পাইবেন । স্ত্রী লোকেরা ত এসব খবর রাগেন না, কেদল “ গদি কই ” “ গদি কই " বলিয়া আব্দার করিতেছেন । $ ইন্দ্র। অtহ ! মরে যাই । দেখ বরুণ ! রেলওয়েতে পেন্সন নাই, উপরি নাই ; মুখ কেবল পাশে আসা পাশে যাওয়া, সেবিষয়ে কোম্পানি এত কত্ত্বাকড় নিয়ম করিয়া ভাল করেন নাই । বাবু। উঠ, গাড়ি ফেলে যাবে। স্ত্রী। তা যাৰ ন গদি কই আগে দেখাও। A এদিকে টে,ণ ছাড়িবার উদ্যোগ করিলে অগত্য র্তাহারা স্ত্রী পুরুষে fউঠিয়া বসিলেন। টে,ণ ছপা ভৃপ শব্দে ষ্টেষণ অতিক্রম করিয়া সাং সাৎ শব্দে জামালপুর টুনালের মধ্যে প্রবেশ করিল। হঠাৎ টে,ণ অন্ধকারের মধ্যে প্রবেশ করিলে পিতামহ বিপদাশঙ্কা করিয়া বরুণকে তাকড়াইয়া ধরিয়া চীৎকার করিতে লাগিলেন এবং আসন্নকাল উপস্থিত ভাবিয়া দুর্গ" নাম মরণ করিলেন। বরুণ “ ভয় নাই ভয় নাই” বলিয়া আশ্বস্ত করিতেছেন এমন সময় টেণ সৰ্ণ স সে ৎ শব্দে টনাল অতিক্রম করিয়া আবার হুপী ( ७१)