পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের শর্ত্যে আগমন । )} \צס দিয়া অপর জল গঙ্গা হইতে তুলিয়া লইয়া যাও । ” বৃদ্ধ তৎশ্রবণে র্তাহাকে জল প্রদান করিলেন । তখন ব্রাহ্মণরূপী বৈদ্যনাথ সন্তুষ্ট হইয়া কহিলেন “ তুমি যাহাঁকে জল দিতে যাইতেছ, আমি সেই বৈদ্যনাথ। তোমার ভক্তি ও কষ্ট দেখিয়া দয়া হওয়ায় এখানে আসিয়া দেখা দিলাম, আর তোমাকে বৈদ্যনাথে যাইতে হইবে না । অতঃপর আমি এই মুলতানগঞ্জের গৈরিকনাথ শিবের মধ্যে অবিভূত রহিলাম। লোকে এখানে আমার মস্তকে জল প্রদান করিলে বৈদ্যনাথের মস্তকে জল প্রদানের ফল প্রাপ্ত হইবে। ব্ৰহ্মা । আঃ ! মরি মরি। ভক্তি শ্রদ্ধা না থাকিলে কি দেব দেবীর অনুগ্রহ হয়। নারায়ণ দেখ, আর তুমি কি না “ এ করবো কেন ? ” “ ও করবে। কেন " " এ করে কি হয় ? " বলে, আমার সঙ্গে বাক বিতও কর ।. পুনরায় ট্রেণ ছাড়িল এবং অনতিবিলম্বে ভাগলপুর ষ্টেষণে আসিয়৷ উপস্থিত হইল। দেবগণ দেখিলেন অনেক গুলি লোক ব্যাগ হস্তে টুে,ণে উঠিবার জন্য ছুটাছুটা করিতেছে। কোন বাবু যুবতী স্ত্রীর হাত ধরিয়া প্রত্যেক কামরার দ্বারের নিকট ছুটয়া ছুটয়া যাইতেছেন। স্ত্রীর সমস্ত অবয়ব এক খানি মোট বস্ত্রের দ্বারা আচ্ছাদন করা । স্বামী তাহার হাত ধরিয়া যে দিকে টানিতেছেন, তিনি কলের পুত্তলিকার ন্যায় সেই দিকে যাইতেছেন। বরুণ হাস্য করিয়া কছিলেন “ আহা ! গৃহে ইহারা শতমুখী হস্তে দিগম্বরী, এখন যেন চোরটা । এই সময় “ চাই পান ” “ চাই পান ” “ চাই জল খাবার ” “ চাই জল খাবার ” চারি দিকে শব্দ হইতে লাগিল এবং এক জন ভঙ্গ গলায় " ভাগলপুর ” “ ভাগলপুর ” শব্দে চীৎকার করিয়া উঠিল । দেবগণ গাড়ি হইতে নামিয় গেটে টিকিট দিয়৷ বাহির হইলেন এবং এক খানি গাড়ি ভাড়া করিয়া নগরাভিমুখে শুনিলেন। ভাগলপুর । । রেলওয়ে কম্পাউণ্ড অতিক্রম করিয়া দেবগণের গাড়ী এক সংকীর্ণ স্থানে আসিয়া উপস্থিত হইল। স্থানটা এত সংকীর্ণ যে স্বৰ্য্যালোক প্রবেশ পথ নাই। ব্রহ্মা কহিলেন “ বরুণ ! যমালয়ে যাইবার দক্ষিণ রাস্তার ন্যায় এ কোথায় আনিলে ? ”