পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুদিগের বহির্বাণিজ্য । to গ্রীস দেশ। ইউরোপের মধ্যে গ্রীস, অতি প্রাচীন রাজ্য । বিদ্যাবৃদ্ধি সভ্যতাতে গ্রীস প্রাচীন ভারতের নিয়েই পরিগণিত হইয়াছিল। ইহা বহুস্তর ক্ষুদ ক্ষুদ্র অংশে বিভক্ত। তন্মধ্যে এথেন্স,স্পার্ট ও মেসিডন প্রভৃতি প্রসিদ্ধ। স্পার্টায় প্রসিদ্ধ বীর লিওনিডাস, জন্মগ্রহণ করেন। যৎকালে পারস্যাধিপতি জরক্সিস লক্ষাধিক সৈন্য লইয়া প্রবলানদীর ন্যায় প্রবলবেগে পূৰ্ম্মাপিলীর গিরিসঙ্কট হইতে স্পার্টারাজ্যে প্রবেশ করিতে চেষ্ঠা করেন, তখন স্পার্টারাজ মহাবীর লিওনিডাস, সামান্য “ দুই তিনশত গ্ৰীক সৈন্য লইয়া মৃত্যু নিশ্চয় জানিতে পারিয়াও থৰ্ম্মাপিলীগিরিসঙ্কটে বাঁধরূপে দণ্ডায়মান হইয়া জরক্সিজের গতিরোধ করিতে চেষ্টা করিয়াছিলেন। কিন্তু সামান্য বাপে প্রবল নদীর গতি কতক্ষণ রোধ করিতে পারে ? কিছুক্ষণ পরেই বাঁধ ভঙ্গ হইয়া গেল, লিওনিডাস জীবন বিসর্জন দিলেন । র্তাহার মৃত্যু হইলে স্পার্টান গণ বিদেশীয়দিগকে তাহার অসাধারণ বীরত্ব ও স্বদেশহিতৈধিতা প্রদর্শনের প্রমাণ স্বরূপ সেই স্থলে একটা মন্দির নির্মাণ করিয়া দিয়া তাহাতে এইরূপ লিথিয়া দিয়াছিল ‘ পথিক ! তুমি পার্ট নগরীতে গিয়া বল, মহারাজ লিওনিডাস, স্বদেশ রক্ষার্থ এই স্থলে প্রকৃত বীরের ন্যায় জীবন বিসর্জন দিয়াছেন “ ! ম্যাসিডন আলেকজাণ্ডারের জন্মস্থান। আলেকজাণ্ডার দিগ্বিজয়া লাষী হইয়া বহুতর দেশ জয় করিয়াছিলেন। খ্ৰীঃ ৩২৭ অব্দ পূর্বে তিনি । ভারত ও আক্রমণ করেন এবং তক্ষশীল ও পোরসি কে যুদ্ধে পরাগম করেন । কিন্তু পোরাসের নিকট দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হন। বাবিলনে তাহার সমাধি হয় । তিনি বড় মাতৃভক্ত ছিলেন (৬) গ্রীস যেমন বীরের জন্মভূমি, তেমনি পণ্ডিত প্ৰসবিনী। প্রসিদ্ধ পিথাগোরাস হিরোদোতাস-লাইকার (৬) আলেকজাণ্ডারের মাতৃ-ভক্তি অতীব প্রশংসনীয় । কপিত আছে, যখন তিনি দিগ্নিজয়ার্থ স্বরাজ্য পরিত্যাগ পূর্বক অন্য রাজ্যে গমন করেন, তখন তাহার কঙ্কশভাষিণী জননী ওলিম্পিয়া উহার মন্ত্রী এণ্টিপটপ্পকে সৰ্ব্বদ উৎসনা করিয়া दिब्रुङ করিতেন বলিয়! ठिनि ওলিম্পিয়ার নামে দোষরোপ করিয়া আলেকজাণ্ডারকে এক খানি পত্র লেখেন। उछ्डम्ब उिनि वलिब्राहिएलन “ aफ़िलिप्लेज़ ! छूनि अनि नt Cय अभिने *** এক বিন্দু অশ্ৰুজল তোমার শত শত পত্র বিলুপ্ত করিতে পারে " ? আলেকজাণ্ডারের মাতৃ ভক্তি আর আমাদের অনেকের শয্যাগুর ভক্তি প্রায় তুল্যরূপ প্রশংসনীয় শয্যাগুর শ*** झर्भt न আমরা প্রাণাধিক সহোদরকেও পরিভাগ করতে পারি। সহোদরের কথা নে "*" উছার এক দিলু দ্য সমস্ত স্বজাতিকেও পড়ি করাইয়া দিতে পারে। ভি