পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 & ২ কল্পদ্রুম । গাস (বিখ্যাত প্রাড় বিবাক ) সক্রেটিস, প্লেটাে প্রভৃতি পণ্ডিতগণ এই খানেই জন্মগ্রহণ করেন। - প্রাচীন গ্রীকেরা হিন্দুদিগেয় ন্যায় পৌত্তলিক ছিলেন। তঁহাদের বহুদেব দেবী ছিল ! তন্মধ্যে জিয়াদ দেব সৰ্ব্ব প্রধান । আমাদের রামায়ণে যেমন কবন্ধাদির বিবরণ আছে, গ্ৰীক দিগের অডিসিতেও সেইরূপ সাইক্লোপ দিগের বিবরণ দেখিতে পা ওর মায়, তাহারা পলিফিউমসের ভীতিস্থল ছিল । যাহাহউক, এ সকল কথায় বার আবশ্যকতা নাই (৭) বর্তমান সময়ে গ্রীস, ইউরোপের মধ্যে একটা সামান্য রাজ্য । গ্রীস বাসিগণ প্রবলরাজগণের ভয়ে সৰ্ব্বদ উদ্বিগ্ন । কাল ধন্য । প্রাচীনহিন্দুগণ গ্রীসে ও গমন করিতেন। অনেকেই বোধ হয় অবগত আছেন, আলেকজাণ্ডার ভারতের জনৈক রাজকন্যার পাণিপীড়ন করেন । তিনি যখন স্বদেশে যান, তখন র্তাহ:র সহিত অনেক হিন্দু গ্রীসে গমন করিয়াছিলেন । আর জন্মান যোগাস নামে এক জন হিন্দু এথেন্স নগরীতে থাকিয়। মৃত্যুকালে জলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিয়াছিলেন । কেহ কেহ বলিয়া থাকেন, ইছার প্রকৃত নাম শৰ্ম্মণাচার্য্য (৮) । যাহাহউক, গ্ৰীক দিগের সহিতও প্রাচীনকালে হিন্দুদিগের সবিশেষ সম্পর্ক ছিল। আমেরিকা। পাঠক ! তিনটী মহাদেশের কথা একরূপ বলা হইল, এক্ষণে চলুন দেখি, চতুর্থ নূতন মহাদ্বীপ আমেরিকায় একবার সন্ধান করিয়া দেখি । সত্য বটে খ্ৰীঃ ১৪৯২ অব্দে নুতন মহাদ্বীপ কলম্বসের দ্বারা আবিষ্কৃত হই য়াছে ; সত্য বটে তাহার পূৰ্ব্বে সেখানকার অধিবাসীরা অত্যন্ত অসভ্য ছিল, কিন্তু এমত ত হইতে পারে কোন সময়ে আমেরিকার কোন দেশ সভ্য ছিল, পরে কালবশে আবার অসভ্যাবস্থায় পরিণত হইয়া থাকিবে । আমরা যে পাতালপুরীর কথা বলি, আমেরিকাই কি সেই পাতালপুরী ? মহারাজ বলি কি বামন দেবকে স্বীয় রাজ্য দান করিয়া পণ্ডিতমণ্ডলীর সহিত এই খানেই আসিয়া ৰাস করেন ? আমেরিকা' যখন আমাদের ঠিক বিপরীত ৭। যদি কেহ গ্রীসের পূর্ব বৃত্তাস্তু জানিতে ইচ্ছা করেন, তবে গ্রোটসের “ drotes Histdry of Greece " străā Rf5ștt HR = {x för to otá șfai cyfrą ৮। পণ্ডিতবর ঐযুক্ত দ্বারকানাথ বিদ্যাভূষণের প্রণীত “ গ্রীসের ইতিহাসেও এ মদ সন্নিবেশিত আছে ।