পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 & 8 কল্পক্রম | (১)। যদি পীর, ভবনে গহনে, স্থাবর জঙ্গমে, আকাশে পাতালে সকল দ্রব্যের ভিতর পর্য্যন্ত দেখ,—নতুবা কি কাজের এ মৃগচক্ষু ? এই ক্ষণে বিদীর্ণ হউক । গবেষণা সংসারিক উন্নতির প্রস্থতি। তোমার চায়ি দিকে কি হইতেছে সাবধান হইয়া সেই সমস্ত দেখিবে-তন্ন তন্ন করিয়া তৎসমুদায়ের অভ্যস্তর পর্য্যন্ত অনুসন্ধান করিবে । তোমার যত্নে ও সন্ধানে বনের তুরঙ্গ বনের মাতঙ্গ আসিয়া তোমার শরণাপন্ন হইয়াছে। তাহারা আজ্ঞাকারী ভূত্যের ন্যায় তোমার আজ্ঞা পালন করিতেছে,—তোমাকে পৃষ্ঠে করিয়া লইয়া যাইতেছে। বৃষ তোমার ক্ষেত্রে চাস দিয়া দিতেছে। উন্নতির পর উন্নতি নদীর স্রোতের ন্যায় চলিয়া আদিতেছে। এখন তুমি গবেষণার বলে, বুদ্ধিবলে পঞ্চভূতকেও “ যে আজ্ঞার " দাস করিয়াছ। মেঘের কোলে বিদ্যুৎলত খেলিত— ওট রাক্ষসীর হাসি ; মনে মনে তাই ভাবিয়া তুমি হেসে হেসে বাচিতে না। বিদ্যা মুখ মচ কাইয়া মৃদ্ধ মৃদ্ধ হাস্য করিতে করিতে মুখে কাপড় দিয়াছিলেন, রসিক মুন্দর তাই বলিয়াছিলেন— “ তড়িৎ বান্ধিয়া রাখে কাপড়ের ফাঁদে তুমি এখনও কাপড়ের ফাঁদে তড়িৎ বাধিতে পার নাই বটে, কিন্তু ধাতুময় তারে বাধিয়াছ। তড়িৎ তোমার শরণাগত পরিচারিক,-ছয় মাস পথের সংবাদ ছয় দণ্ডে তোমার ঘরে আনিয়া দিতেছে। অশ্বারোহণে তুমি কতদূর ভ্রমণ করিতে পার ?— দেখ জল ও অগ্নি মিলিত হইয়া তোমাকে অহোরাত্রে পৃথিবীর এক সীমা হইতে অন্য সীমায় লইয়া ফেলিতেছে। এগুলি সতক অবেক্ষণের ফল। সকল বিষয় মনোযোগ পূৰ্ব্বক দেখিয় তাহার কারণের অনুসন্ধান করিলে অনেক অভিনব তত্ত্ব জানিতে পারা যায় । সুবিস্তীর্ণ শাস্ত্র ক্ষেত্রে চিকিৎসা বিদ্যা বড় কঠিন। রোগের লক্ষণ, নিদান তত্ত্ব, ঔষধের গুণ ও আময়িক প্রয়োগ নিতান্ত জটিল। মনুষ্যের বুদ্ধি যতই মার্জিত হউক না, কস্মিন কালে কেহ কোন বিষয়ের যে অভ্রান্ত সমাধান করিতে পারিবেন, এমন সম্ভব নহে। ঔষধের প্রয়োগ সম্বন্ধে ( ; ), ala sûto, foa conthstood fox (Attraction of Gravitation) বাহির করিয়াছিলেন, বোধ করি এত দিনে বা উহার প্রসিদ্ধ মতের খণ্ডন হয় । ইউরোপীয় পণ্ডিতগণ তৎসম্বন্ধে একটা নুতন কথা কহিতেছেন। পরস্তু এ পর্য্যন্ত কোন শেষ মীমাংসা इग्न नांदे ।