পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুসমাজের বর্তমান শোচনীয় অবস্থার কারণ কি? ৫৬৭ এককালে কি ভয়ানক কুর্দশাগ্রস্ত হইয়াছিল, তাহার দীপ-গৃহস্বরূপ ঐ স্ব স্ব মামখ্যাত “ তীর্থ” গুলির পানে তাকিয়া দেখ ও স্ব স্ব “ মানময়ীকে ” সামলাইয়া রাখ। সদর মফস্বল সমান না করিয়া অন্তঃপুর গুলিকে না ভাঙ্গিয় তাহাকে শিক্ষালয়ে পরিণত করা হউক । প্রকৃত পক্ষে জ্ঞান ধৰ্ম্মের আলয় করা হউক। তাহা হইলে গাহস্থিাশ্রমের সুবিমল সুখভোগ করিয়া ভারতবাসির দগ্ধ বক্ষ অনেক শীতল হইবে। মরণাপন্ন হিন্দুসমাজের কিছু না কিছু জীবনাশী সঞ্চারিত হইবে। হিন্দুবালাদিগকে কেবল পিঙ্গুরবদ্ধ পক্ষিণীর ন্যায় অবরুদ্ধ রাখিবার জন্য অন্তঃপুরের স্বষ্টি হয় নাই। নারী প্রকৃতির স্বাধীন উন্নতি লাভ করিবার জন্য অন্তঃপুরের আবশ্যকতা আছে। হিন্দুসমাজ-পণ্ডিতগণ ইহা বিলক্ষণ উপলব্ধি করিয়া বলিয়া গিয়াছেন । যে: — “ অরক্ষিতা গৃহে রুদ্ধাঃ পুরুষৈরাপ্তকারিভিঃ । আত্মানমায়ুন যাস্তু রক্ষেয়ুস্তা: সুরক্ষিতা: ৷ ” ( স্থতি: ) অর্থাৎ । বিশ্বস্ত ও আজ্ঞাবহ ব্যক্তিগণ কর্তৃক গৃহ মধ্যে রুদ্ধ থাকিলেও স্ত্রীর অরক্ষিতা, যাহারা আপনাকে আপনি রক্ষা করেন, তাহারাই স্বরক্ষিতা । কেন না অন্তঃকরণেই পাপের অঙ্কুর উৎপন্ন হয়। তাহা হইতে ক্রমে ক্রমে কাৰ্য্যও পাপময় হইয় উঠে । অন্তঃকরণ পবিত্র থাকিলেই কাৰ্য্য পবিত্র হয়। অতএব স্ত্রীলোকদিগকে ধৰ্ম্মোপদেশ প্রদান করিয়া ধৰ্ম্মের প্রতি তাহাদের অমুরাগ বৃদ্ধি করিয়া দিন, তাহা হইলে তাহাদিগের মন ধৰ্ম্মরূপ দুর্গে অবস্থান করিয়া পাপ হইতে আপনাদিগকে রক্ষা করিতে সমর্থ হইবে, যাহারা আপনাকে আপনি রক্ষা করিতে পারেন, তাহারাই রক্ষা পান, র্তাহারাই বাস্তবিক প্রকৃত স্বাধীন ও মুক্ত জীব । আমাদের অন্তঃকরণ পুণ্য ও পাপের আকর বলিয়া যেমন তাহা সৰ্ব্বদা বিশুদ্ধ রাখ। কৰ্ত্তব্য, তেমনি আমাদের স্ত্রীনিবাস অন্তঃপুরগুলির সংস্কার করা যার পর নাই অবশ্য কর্তব্য। অন্তঃপুর অশুদ্ধ হওয়াতেই হিন্দুসমাজ এতদূর পাপপঙ্কে নিমগ্ন হইয়াছে। বৃক্ষলতা যেমন মৃত্তিকার ভিতর হইতে রস সঞ্চয় করিয়া বৰ্দ্ধিত হয়, হিন্দুপুরুষসমাজও তেমনি আৰু কাল প্রকারাস্তরে অন্তঃপুরনিহিত রসিকাদিগের নিকট হইতে রস পাইয় বৰ্দ্ধিত হইতেছে। তরুগুন্মের মূলে অসার বস্ত যত দেও, তাহ