পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

むb"やり কল্পদ্রুম। লেখক অনবধানত প্রযুক্ত সম্পাদকের কৰ্ত্তব্য কৰ্ম্ম কি, তাহ ििड হইয়াছিলেন । তিনি সকল জাতীয় সংবাদ পত্রাদি পাঠ করুন, দেখিবেন, সম্পাদক কোথাও অন্যের মতের দায়ী নহেন। অন্য পত্রিকার সম্বন্ধে ত এই গেল,—দায়িত্ব পক্ষে কল্পক্রমেরও নাই । এ কেবল পত্রিক নহে, সৰ্ব্ব ফলপ্রদ কল্পবৃক্ষ, পুষ্পের গন্ধে দিঙ মণ্ডল আমোদিত হয়, ফলের মুম্বাদে রসনার তৃপ্তি জন্মে। সহৃদয় জনের আনন্দ বৰ্দ্ধনের মানসে সম্পাদক মহাশয় দেবলোক হইতে বৃক্ষটা আনিয়া মর্ত্যে রোপণ করিয়াছেন। লেখকেরা— এক এক জন মালাকার ; ফুল পাড়িয়া, বাছিয়া বাছিয়া চিকণমালা গীথেন । সম্পাদকের নিন্দ নাই, তিনি ফুল নহেন ;–মালা গাথিবীর স্বত্র ; নিজে মালাকার নহেন,—কল্পবৃক্ষের মালী ; ভাবুক জনকে ফুলের মালা উপহার দেন,—তাই সাজি সাজাইতেছেন । আমার ফুলে দুর্গন্ধ নাই,—সে অশ্লীলতা দোষে দূষিত নহে। তবে আমার ফুল যাদব বাবুর কাছে আকাশকুসুম--তাহাকে অসম্ভব বোধ হইয়াছে। আপাততঃ যাহা অসম্ভব বোধ হয়, কাল ক্রমে তাহ সম্ভবপর বোধ হইতে পারে। সম্প্রতি যুক্তিবিরুদ্ধ বলিয়া হঠাৎ কিছুই পরিত্যাগ করা বিধেয় নহে । কলম্বস, যখন প্রথম আমেরিকা আবিষ্কারের প্রস্তাব উত্থাপন করেন, সকলেই তাহtকে পাগল বলিয়। উপহাস করিয়াছিলেন । রাজসভা পণ্ডিতমগুলে মণ্ডিত, বহু প্রাজ্ঞ জনে সমাকীর্ণ; কিন্তু কেহই তাহার পৃষ্ঠপুরক হন নাই। বরাবর তাহার দুর্নেয় স্বত্রকে সকলেই যদি তুচ্ছলাচ্ছল্য করিতেন, তবে আজি আমেরিকার নাম গন্ধও কেহ পাইতেন না। আবার গণিতশাস্ত্র-বিশারদ আর্য্যভট্টের মনোবেদন দেখুন। তিনি পৃথিবীর আফ্রিক গতি নিরূপণ করিলেন,—অশাস্ত্রীয় কথা ! কোন হিন্দুর প্রাণে সহ্য হয় ? চতুদিকে সকলেই খড়্গহস্ত হইয়া উঠিলেন। কিন্তু, আজি ভূমণ্ডলের সমস্ত প্রাকৃতিক তত্ত্ববেত্তা পৃথিবীর আফ্রিক গতি স্বীকার করেন। গ্যালিলিও সপ্রমাণ করিয়াছিলেন যে, দ্রব্যের গুরুত্ব হেতু উহা নিম্নে পতিত হয় না। সকলে উহাতে ক্রোধান্ধ হইয়া তাহাকে পাইস হইতে নিৰ্ব্বাসিত করিলেন । কিন্তু সেই গ্যালিলিও-প্রণোদিত মতের এখন সকলেই আদর করিতেছেন। অতএব দেখুন, আপাততঃ কোন মত অসঙ্গত বোধ হইলে তাহাতে অনাস্থা প্রকাশ করা অকৰ্ত্তব্য। আমার মত লোকসাধারণ্যে প্রকাশ করিয়া সম্পা দক মহাশয় বিজ্ঞজনোচিত কৰ্ম্ম করিয়াছেন। কোন বিষয় গোপন করিয়া