পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.、☆. rリ.* 3)。 -: * - so . : , *o *... দেবগণের মর্ত্যে আগমন । ( গতবারের পর । ) বরুণ । দেখুন পিতামহ, এই লৌহ নিৰ্ম্মিত সেতু তিন ভাগে বিভক্ত - উপর দিয়া বাষ্পীয় শকট যাতায়fত করিতেছে। উগর নিম্নে মনুষ্যগণের যাতায়াতের পথ । তাহার নিম্ন দিয়া জলযান সকল গতীয়াত করিয়া থাকে । নারায়ণ যমুনা যে আগ্ৰায় পিতামহের নিকট কাদিয়াছিল তাহার । এক্ষণে প্রকৃতই কাদিবার দিন । কারণ সে তিন স্থানে বন্ধন-দশা প্রাপ্ত । হইয়াছে প্রথমতঃ দিল্লী, দ্বিতীয়তঃ আগ্রা এবং সৰ্ব্বশেষে প্রয়াগ । যমুনা বহুকাল আদরের সহিত ভারতে বিচরণ করিয়াছে। ভারতের ইতিহাস যমুনার যেমন জানা আছে এমন আর কহিরেও নাই । যমুনা অনেক যুদ্ধ স্বচক্ষে দেখিয়াছে এবং যুদ্ধের শরও বহন করিয়াছে, এমন কি এক সময়ে সে বীর পুরুষদিগের রক্ত নিজ গাত্রে মাখিয়া রক্তবর্ণ ধারণ কটুয়াছিল । আজ দেখুন সেই যমুনা ভারতবাসীদিগের সহিত কি দুরবস্থাই প্রাপ্ত হইয়াছে! ভারতবামীদিগের সহিত নিজেও পরাধীনতা শৃঙ্খল পায়ে পরিয়া জীর্ণ শীর্ণ হইয়াছে। এক সময়ে এই যমুনা-জলে ভারত-রমণীগণ নিৰ্ভয়ে অবগাহন করত ; এক সময়ে এই যমুনা পুলিনে ভারত-রমণীগণের চরণ-নুপুরের স্বমধুর’ শব্দ হইত, আজ সেই যমুনা শুষ্ক প্রায় হইয়া মন্দগতিতে বহিতেছে, আজ রেলের চাকায় সেই যমুনার শরীর ক্ষত বিক্ষত হইতেছে। भिडांभई ! ७३ शत्रूमा তীরে আমার মথুরাপুরী, আমি যখন বালস্বভাব প্রযুক্ত এইখানে কদৰ গাছে বসিয়া বাশীর গান করিতাম, সেই সময়ে পাগলিনী যমুনা উজান বাহিয়া শুনিতে মাসিত। আজ যে সেই যমুনার দুঃখ দেখে মনে আর হুঃখ ধরে না । ঠাকুরদা,যমুনা চিরকাল রাজভোগে থাকিয়া আজ দাসী। যমুন। চিরকাল স্বাধীন থাকিয়া আজ পরাধীন এ অপেক্ষ আর দুঃখের বিষয় কি মাছে ! . . e দেবগণ এই আন্দোলন করির দুঃখ কৰিতে করিতে বাসায় আসি । - ( & )