পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষিতীশবংশাবলীচরিতম । \8ఫి যোগ্য স্থান কুপ্রাপ্য হওয়াতে রাঢ়দেশেই তাহাদিগকে বাস করাইলেন । কিন্তু এ সম্বন্ধে আমাদের কিঞ্চিৎ বক্তব্য আছে । & কান্যকুজাগত ব্ৰাহ্মণদিগের বংশাবলীর বাসস্থানের নাম হইতে যদি রাঢ়ীয় শ্রেণীর কুলীনদিগের উনষাটটা গাই হইয়া থাকে, তৰে আমরা একটু মহাগোলযোগে পড়িতেছি । বর্তমান ৫৯ গাইয়ের মধ্যে আমরা কামকোটি হরিকোটি প্রভৃতি নাম শুনিতে পাই না । আদিশূরের প্রথম প্রদত্ত গ্রাম কোথায় বিলুপ্ত হইল ? যদি গ্রামের নাম হইতে গণই স্বষ্টি হইয়া থাকে, তবে কামকোটি আদি পাঁচ খানি গ্রামের নাম হইতে পাচটা গাই হইল না কেন ? যদি বল ভট্টনারায়ণাদির সময় গাই উপাধি প্রবর্তিত হয় নাই, র্তাহীদের সস্তােনদিগকেই গাই উপাধি দেওয়া হইয়াছিল । ভট্টনারায়ণাদির সন্তানদিগকেই গাই উপাধি দেওয়া হইয়াছিল, সে কথা সত্য, কিন্তু তৎকালে এই প্রথা প্রথম অবলম্বিত হয় নাই। বঙ্গের আদিমনিবাসী সপ্তশতী দিগের ও গণই ছিল । আবার দেখ আদিশুর প্রথমে পাচ জন ব্রাহ্মণকে বাস করিবার নিমিত্ত পাচ থানি গ্রাম দিলেন । পরে তাহাদিগের সস্তান, সন্ততি হইলে আবার তাহাদিগকেও এক এক খানি গ্রাম দিলেন। এই সস্তানদিগকে ষে গ্রামগুলি দেওয়া হইয়াছিল, তাহীদের নাম হইতেই গাই স্বাক্ট হয় । কিন্তু জিজ্ঞাসা করি এই পঞ্চ ব্রাহ্মণের কোন সন্তান কি প্রথম প্রদত্ত গ্রামে বাস করেন নাই ? ভট্টনারায়ণাদির মৃত্যুর পরে ঐ পাঁচ খানি । গ্রাম তবে কে পাইল ? আমরা নিশ্চিত বলিতে পারি গ্রামের নাম হইতে গণই হয় নাই । গণই শব্দ গ্রামী কিম্বা গ্রামীণ শব্দের অপভ্রংশ নয়,—গ্রামণী শব্দ হইতে গাই হইয়াছে। আদিশূর, ভট্টনারায়ণাদির এক একটী পুত্রকে এক একটা উপাধি দিয়াছিলেন । র্তাহারা প্রত্যেকে রাজদত্ত এক একটা গ্রামের অধিনায়ক বা গ্রামণী ( পত্যে প্রধানে চ) ছিলেন । তাহাদের উপাধি হইতে এক একটী গ্রামের নামকরণ হইয়াছে । বন্দ্য, মুখ্য, ভট্ট, তৈলবট, পালধি, সিদ্ধল, পুতিতু গু, রায় প্রভৃতি শব্দগুলি উপাধি ভিন্ন আর কিছুই নয়। অনেকগুলি উপাধির অপভ্রংশ হওয়াতে এখন তাহাদের প্রকৃত অর্থবোধ হওয়া কঠিন হইয়াঁছে। মুখ্য হইতে মুখটা, রায়গ্রামণী হইতে রায়গাই এইরূপ অনেক অপভ্রংশ দৃষ্ট হয়। উপাধি হইতে গাই উৎপন্ন হইলে পূৰ্ব্বপ্রদত্ত পাঁচ খানি গ্রামের নাম লইয় আর কোন গোল থাকিতেছে না । গ্রামের নাম হইতে যখন গাই হয় ( -ર )