পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

J9bళ - কল্পদ্রুম। ফেলার ফল তোমাদেরই ভুগতে হবে ? অচিকিৎসার দরুণ মৃত্যুর জবাবদিহি তোমাদিগকেই যমালয়ে দিতে হবে ? ধিক ! তোমার বৈদ্য জাতিকে ধিক । বলিয়া, দেবতার চলিয়া গেলেন। যুবাও অবনত মস্তকে একদিকে প্রস্থান করিল। - দেবতারা পরে এলফুেড পার্ক দেখিতে যান। উপস্থিত হইয়া বরুণ কহিলেন “ এই বাগানের নাম ডিউক অব এডিনবরার নাম অনুসারে এল ফে ড পাক হইয়াছে। ইন্দ্র। বাগানটা খসরুবাগ অপেক্ষ বৃহৎ । বরুণ, সন্মুখে এটা কি ? বরুণ । বিশ্রামবেদী। এই প্রস্তরনিৰ্ম্মিত বেদিটি নিম্মাণ করিতে নীলকমল মিত্র নামক এক ব্যক্তি অনেক টাকা ব্যয় করেন। ওদিকে দেখ থৰ্ণহিলস মেমোরিয়াল। ঐ গৃহের ভিতর বড় মনোহর। এই সময়ে একটী সাহেব এবং একটী মেন অশ্বারোহণে উদ্যান-ভ্রমণে আসিল । দেবতারা আর কখন মেয়ে মানুষকে ঘোড়ায় চাপ তে দেখেন নি সুতরাং আশ্চৰ্য্য হইয়া চাহিতে লাগিলেন। সাহেব বিবি উভয়ে কি কথোপকথন হইলে দুজনেই অশ্ব পৃষ্ঠে কৰাঘাত করিয়া বিছাতের ন্যায় অদৃশ্য হইল তখন পদ্মযোনী উহাদিগকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন “ ধন্য তোমাদের সাহস, ধন্য তোমাদের লীলা থেলা । মেয়ে পুরুষ সকলেই সমান । র্য্যা । ঘোড়ায় পাছে লাথিমারে এই ভেবে আমরা ত কাছ দিয়ে হাটনে । ” এখান হইতে দেবগণ হাইকোর্ট, মিয়স কলেজ প্রভৃতি দেখিয়া বাসায় আসেন এবং পদোর মাকে কহেন “ পদোর মা, তোমার কত পাওনা হল হিসাব করে লও আমরা চল্লাম। পদোর মা মনে মনে মহা দুঃখিত হইল। তাহার মনের ভাব আর কিছু দিন থাকিলে বেস দশ টাকা হাত করতে । যাহা হউক সে তৎপ্রবণে হাতে বহরে লম্বা খুব একটা ফৰ্দ আনিয়া দিল, সেটা পদোর হাতের লেখা। দেবতার ফর্দ দেখে অবাক যে পদোর মা করলে কি ! আগে দর দপ্তর করে দ্রব্যাদি না লইয়া উtহারা নিজেই বোকা হইয়াছেন অতএব কথা কহিতে সাহস হইল না। কেবল বরুণ কহিলেন " পদোর মা আর হাতি টাতি আসে ? • পদোর মা । এখানেও বাদে লাগলে ? যার জন্যে দেশ ছেড়ে পালিয়ে nলাম ! তোমার কি করেচি বলতে ?