পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やや8 কল্পদ্রুম | টুে,ণ আবার ছাড়িল এবং অনতিবিলম্বে ভোলপুর ষ্টেষণে আসিয়া উপস্থিত হইলে পিতামহ কহিলেন “ বরুণ ! এস্থানের নাম কি ? ” বরুণ । এস্থানের নাম ভোলপুর। ভোলপুর ষ্টেষণের দুই মাইল দূরে সুপুর নামক একটা স্থান আছে। হিন্দুরাজাদিগের সময় সুপুর একটা বিখ্যাত নগর ছিল। ঐ নগর রাজা সুরথকর্তৃক সংস্থাপিত হয়। র্তাহার প্রতিষ্ঠিত কালীমূৰ্ত্তি অদ্যাপি বর্তমান আছেন। ঐ কালীর নিকট রাজা প্রতাঙ্ক লক্ষ বলি প্রদান করিতেন । দেবীর মন্দিরট এক্ষণে ধ্বংসাবশেষ । এক্ষণে তিনি প্রত্যহ লক্ষ বলির পরিবর্তে এক এক বলি প্রাপ্ত হন কি না সন্দেহ। মন্দিরের সন্নিকটে"মুপুরের বাজার। গুপুরে বাসা বাট ও চাউল বড় সস্ত । & পুনরায় টে,ণ ছাড়িল এবং টে,ণ ছুইটী ষ্টেষণ অতিক্রম করিয়া কামুজংসনে উপস্থিত হইলে বরুণ কহিলেন । পিতামহ ! এই স্থানের নাম কামুংসন। এই স্থান হইতেই কড ও লুপলাইন মামক রেলওয়ের দুইটী শাখা দুই দিকে পৃথক হইয়া গিয়াছে। ঐ কড লাইনের ধারে বৈদ্যনাথ তীর্থ। ব্ৰহ্মা । কত গুলো ষ্টেষণ দূরে বৈদ্যনাথ তীৰ্থ ? বরুণ । তা-অনেকগুলো হইবে, প্রায় ২• । ২১ টীর কম নহে । ব্ৰহ্মা । তুমি বৈদ্যনাথের উৎপত্তির কারণ বল । বরুণ। রাবণ স্বর্ণপুরী লঙ্কা নিৰ্ম্মাণ করিয়া মনে মনে ভাবিতে লাগিলেন এ নগরের প্রতিস্থার কাহাকে নিযুক্ত করিলে নিরাপদে বাস করিতে পারি। অনেক ভাবিয়া স্থির করিলেন, দেবগণের মধ্যে দেবাদিদেব মহাদেবই সৰ্ব্ব প্রধান এবং লোকটাও সাদাসিদে । অতএব তাহাকে আনিয়া যদি নগর দ্বারে প্রতিহারী নিযুক্ত করা যায়, তাহা হইলে নিরাপদে বাস করিতে পারিব । অতএব অগ্ৰে যাইয়া তপস্যা দ্বারা সস্তুষ্ট করিয়া এই বিষয়ের জন্য বর প্রার্থনা করা উচিত । আবার ভাবিলেন বর প্রার্থনা করিবরই বা আবশ্যকতা কি,স্ববলে কৈলাস পৰ্ব্বতটা উঠাষ্টয়া আনিয়া লঙ্কাদ্ধারে স্থাপন করিয়া দিই। এই রূপুস্থির করিয়া লঙ্কেশ্বর কৈলাস পৰ্ব্বতের নিকট যাইয়া ঘন ঘন পৰ্ব্বত ধরিয়া টানিতে লাগিলেন । ইহাতে পৰ্ব্বত কাপিয়া উঠায় ভূর্ত প্রেতগণ ভীত হইয়া শিবকে গিয়া কারণ জিজ্ঞাসা করিল। শিব কহিলেন “ তোমাদের কোন আশঙ্কা নাই, রাবণ আমাকে স্ববলে কৈলাস সহ উঠাইয়া লইয়া যাইবার জন্য চেষ্টা করিতেছে ; কিন্তু সে অকৃতকার্য্য