পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । ৬৬৭ যাইতেছিল। এই সময় চীৎকার করিয়া কহিল ঠাকুর কাক ! মেলা শিব মন্দির। ” বরুণ কহিলেন “ তবে বৰ্দ্ধমানে গাড়ি আসিল ৷ ” এই কথ। শ্রবণে দেবগণ দ্বারের নিকট যাইয়া দেখেন দূরে অনেকগুলি ঝাউগাছ ও তাহার ভিতর দিয়া ২। ১ টা অট্টালিকা দেখা যাইতেছে। এই সময় গাড়ি SSBBB SBBB S DDD S SDDDS S GttBS SSBBB S BBS * ঝান " শব্দ করিয়া ষ্টেষণের মধ্যে প্রবেশ করিল। দেবগণ চাহিয়া দেখেন আর এক খানি গাড়ি রাস্তায় দাড়াইয়া আছে । তাহার কল খান “সে সে।” শব্দ করিতেছে। কলের নিকটে এক শ্বেতাঙ্গ পুরুষ দাড়াইয়া আছেন। তাহার পাশে কালী বুলি মাথা এক জন হিন্দুস্থানী তাহার মাথায় টুপী, গাত্রে সবুজ রঙ্গের একটা কোট ও পাজামা মুদ্রগরের আঘাতে কয়লা ভাঙ্গিতেছে। আর এক ব্যক্তি ঠিক তদ্রুপ কল থানার পাশে গিয়া ছেড়া চট দ্বারা গাত্র মুছাইয়া দিতেছে। র্তাহারা আরো দেখিলেন ষ্টেষণটী বড় সুন্দর, উভয় দিকে অট্টালিকা শ্রেণী। প্লাটফরমে অসংখ্য ইংরাজ ও বাঙ্গালী বাগ হন্তে দাড়াইয়া আছে। চতুর্দিকে “চাই ক্ষীর” “চাই পান” শব্দ হইতেছে। মুসলমান ও হিন্দু ভৃত্যেরা জলের কুজে হস্তে ছুটাছুটি আরম্ভ করিয়াছে। প্রত্যেক কামরায় “ জল ” “ জল ” শব্দে চীৎকার আরম্ভ হইয়াছে। আরোহীদিগের মধ্যে অনেকে ছুটিয়া গিয়া শালপাতের ঠোঙ্গায় করিয়া সীতাভোগ, লালমোহন প্রভৃতি খাদ্য দ্রব্য খরিদ করিয়া আনিতেছে, দেখিতে দেখিতে এক গৌরাঙ্গ পুরুষ গাত্রের বেটিক গন্ধ বাহির করিয়া আসিয়া কটাস শব্দে গাড়ির চাবি খুলিয়া “ টিকেট “ “ টিকেট ” শব্দ করিতে লাগিল । দেবগণ টিকিট দিয়া অপর যাত্ৰিগণের সহিত ষ্টেষণের বাহির হইলেন । বৰ্দ্ধমান । ব্যাগ হস্তে গল্প করিতে করিতে দেবগণ নগরাভিমুখে চলিলেন। ইহাদের সহিত একটী বাঙ্গালী বাবুও ছিলেন। বাৰু কহিলেন “ মহাশয়েরা বৰ্দ্ধমান দেখিতে যাইতেছেন ? স্থানটী দেখিবার মত বটে। এখানে বৰ্দ্ধমানের রাজার বিস্তর কীৰ্ত্তি আছে। তাহারই দেবালয়, অট্টালিক, বাগান ও সরোবরাদিতে নগরটা পরিপূর্ণ। “ ঐ যা !” মহাশয়, আমি ভুল করে করে একটা ব্যাগ এনে ফেলেছি ! কি হবে ? আমার ব্যাগে যে প্রায় ৪ । ৫ শত টাকার গহনাদি আছে। এতক্ষণ কি গাড়ি ষ্টেষণ হইতে চলিয়া গিয়াছে ? -