পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** छूब्रिचांदद्भद्र ¢श्रज्ञां । - \፡°ል¢

  • ...* * * :

কেহ খাচিয়ায় ಸ್ಲ್ಲಿ ... J- - দিকে অতিথিশ্লীপালী"ীভও জুয়াচোর ঠেলাঠেলি করিতেছে।

  • रृङ्ग করিতে করিতে আসিতেছেন। তার চাবি

o

- ভারতবর্ষের" বা |ার বিপদের স্থল। কি গয়৷ কি কাশী কি প্রয়াগ সকল তীর্থে iাঞ্ছনার পরিসীমা থাকে না। পাণ্ডা এবং ভিখারীরা তাহাদিগ fকষ্ট দেয়। অর্থের জন্য যানি দিগকে তাহারা অত্যন্ত বিরঞ্জরেী বোধ করি তস্করের হাতে পড়িলেও লোকের তত কষ্ট হয় না। হরিদ্ধারে যে যত বার ডুব দিবে, তাহার

তত পুণ্য সঞ্চয় হইয়া থাকে। কিন্তু বিনা মূল্যে কেহ যে ডুব দিবেন, সে যে নাই। প্রতি ডুবেই কিঞ্চিৎ কিঞ্চিৎ দক্ষিশ চাই । যাহার যেমন ক্ষমতা, কেহ তিন বার কেহ চারি বার ডুব দিল, দক্ষিণাও দিল। কিন্তু তাহাতেও নিস্তার নাই। পাণ্ডারা ঝাড়াইল পড়াইল কত ভুলাইল পুঞ্জ পুঞ্জ পুণ্যের লোভ দেখাইল,—আবার কিছু টাকা বাহির করিল। যাত্রী এক প্রকার নিঃসত্ত্ব হইল । শেষ ভিক্ষু, শেষ জুয়াচোর। পাঁচ দুয়ার দিয়া টাকার রাশি বাহির হইয়া গেল, যাত্রীর আর এক কপর্দক পাথেয় রহিল না । হরিদ্ধারে স্নান করিতে গিয়া অনেকে সশরীরে স্বর্গে যান। বৃদ্ধ ও স্ত্রীলোক পথশ্রমে নিতান্ত ক্লিষ্ট হুইয়া জলে স্নান করিতে নামেন, পরিশেষে জনতার সংঘর্ষে আর উঠিতে পারেন না,—ডুবিতে ডুবিতে বিষ্ণুলোক ধাপ্ত হন। অনেকে ইচ্ছাপূৰ্ব্বক ও পুণ্যসলিলে প্রাণত্যাগ করিয়া থাকেন। মুমুঘু"। ব্যক্তিগণও নিৰ্ব্বাণ কামনায় হরিদ্ধারে আনীত হন । সুহৃদ্বর্গ মুগ্ধ কণ্ঠে বিনাইয়া বিনাইয়। মধুর ইষ্ট মন্ত্র পড়িয় তাহাগিকে ইহজন্মের মত ঘুম পাড়াইয়া शृंशि ! যাত্রিদিগের অবগাহন কালে গঙ্গাজল অপূৰ্ব্ব শোভা ধারণ করেন। শুভক্ষণ বিবেচনা করিয়া ব্রাহ্মণের ঘণ্টা বাজাইতেছেন। যাত্ৰিগণ ভক্তিস্তিমিত নিষ্ঠচিত্তে জলমগ্ন হইতেছে। কুলবধূগণেরও লজ্জা নাই, শঙ্কা নাই । স্তনভরনমিত বিস্বাধর বালা ব্রজ নিৰ্ভয়ে বিবস্ত্রী হইয়া স্নান করিতেছে। কচিৎ ধনী লোকের বনিতারাই কাণ্ডার খাটাইয়া মান করে। রাজা রাণী এবং বেগমেরাও সময়ে সময়ে হরিদ্ধারে স্নান করিতে আসেন। ছৎকালীন হরিদ্ধারের শোভা, হরিদ্বারের সৌন্দর্য্য চিত্রকরের তুলিকাতেও চিত্রিত হয় না। এক বৎসর মৃত মহামতি বেগম সমক শুভাগমন করিয়াছিলেন।