পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্পদ্রুম। رن ۹ و এক দিকে গঙ্গাজলের অনুপম সৌন্দৰ্য্য আর এক দিকে বেগমের অমুচরবর্গের ধূম, তীর্থস্থান বিপুল উৎসব-বিধুননে চমকিত হইয়া উঠিল। বেগ মের সঙ্গে সাৰ্দ্ধসহস্র পদাতিক, সহস্ৰ অশ্ব, তড়ির অসংখ্য হস্তী মহাসমরোহে তথায় উপস্থিত হইল। সহচর দাস দাসী নবাব ও রাজার গণন নাই । গজপৃষ্ঠে নানা রত্নে খচিত রজন্তে মণ্ডিত মুক্তা-ঝালর শোভিত বিচিত্র চিত্র বসন পরিবেষ্টিত হাওদা দর্শকদিগকে মোহিত করিল। চারি চাকার গাড়ী, দুই চাকার গাড়ী শুভ্রবস্ত্রে পরিবৃত, অগণ্য পান্ধি অগণ্য দোলা সকলি রত্নভরে অবনত নানা সজ্জায় উপশোভিত। এরূপ শোভা সচরাচর দৃষ্ট হয় না । পাণ্ডারা অতুল ধনলাভ করিল, ভিক্ষুদের আশা কথঞ্চিৎ পরি" তৃপ্ত হইল। দোকানী পসারী বিলক্ষণ দশ টাকা লাভ করিল। বেগম হরিদ্বারের প্রধান ঘাটে উৰ্ত্তীর্ণ হইলেন, স্নান করিয়া পুণ্য সঞ্চয় করিলেন । এই প্রধান ঘাটটা পূৰ্ব্বে এত প্রশস্ত ছিল না । সে কারণ লোকের ভিড়ে অনেক দুৰ্ব্বল ব্যক্তি প্রাণত্যাগ করি ত। এইরূপ কথিত আছে যে,এক বার তিন শত লোক যাত্রিদিগের পদভরে মর্দিন্ত হইয়৷ পঞ্চস্থ পাইয়াছিল। দুরদেশ হইতে যে সকল সাধারণ গৃহস্থ যাত্রী আইসে ; তাহার প্রায় অহোরাত্রের অধিক কাল থাকিতে পারে না । হরিদ্ধারে বাস করা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। কেহ কেহ তিন দিনও বাস করে । যাত্রীর প্রস্থান কালে কিছু কিছু তীৰ্থজল সঙ্গে লইয়া যায় এবং কেহ কেহ খেলেন ও অন্যান্য সামগ্ৰীও ক্রয় করে। উট হস্তী ও অশ্বক্রেতার প্রায় তীর্থযাত্ৰী নহেন। র্তাহার। সচরাচর ঐ সকল দ্রব্য ক্রয় করিবার মানসেই আসিয় থাকেন। হরিদ্ধারের হস্তী বিক্রেতার বলেন যে, যে হস্তীর মস্তক ও কর্ণ বৃহৎ, ধন্থরাকৃতি বক্র পৃষ্ঠদেশ, পাশ্ব স্বয় গড়ানে, শুও পাকবিন্দুতে অকুরঞ্জিত, ক্ষুদ্র পা তন্মধ্যে সন্মুখস্থ পদদ্বয় অগ্রভাগে বক্র এবং লাঙ্গুলে প্রশস্ত পুচ্ছগুচ্ছ সেই হস্তীই বুদ্ধিমান বলিষ্ঠ শাস্তু শিষ্ট ও বহুমূল্য। ঘোড়া বিক্রেতার ক্রেতৃদিগকে প্রায় সৰ্ব্বদা ঠকাইয়া থাকে। তাহারণ নিতান্ত শীর্ণ ও অকৰ্ম্মণ্য ঘোড়াকেও তেজস্বী অশ্বের মত সকল মুলক্ষণাক্রান্ত করিতে পারে। অশ্বব্যবসায়ীর কিঞ্চিৎ গুঠ ও অন্যান্য উত্তেজক দ্রব্য বাটিয়া ঘোড়ার গুহ্য মধ্যে প্রবেশ করিয়া দেয়। ঘোটক তাহার জালায় চটুল চরণাঘাতে লেজ আপসাইয়া খটখট করিয়া বেড়ায়। অশ্বক্রেতা তাহাকে তেজস্বী তাজী उॉरिब वहभूशा जन्म क८ब्र ।