পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । 어) কোম খানির অৰ্দ্ধ গুটাইত পাইল বায়ু ভরে লটপট লটপট শব্দ করিতেছে। নারায়ণ একদৃষ্টে নৌকা দেখেন আর বরুণকে জিজ্ঞাসা করেন “ এখান এ আকারের বে - ? ওখান ও আকারের কেন ? ” বরুণ “ ইহার নাম পলোয়ার। উহার নাম ফুকনী ” ইত্যাদি নাম উল্লেখ করিয়া বুঝাইয়া দিতে লাগিলেন । - ব্ৰহ্মা। নৌকা দেখে আর কি হবে, এস একে একে স্নান সারিয়া লই । ইন্দ্র। এখানে এত বাহাদুরকাষ্ঠ কেন । বরুণ। এ স্থানটী ঐ কাষ্ঠ বিক্রয়ের একট প্রধান বন্দর । এখানে কাষ্ঠ খরিদ করিলে অন্যান্য স্থান অপেক্ষ স্থলভ মূল্যে পাওয়া যায় । ইন্দ্র। আমার বৈঠকখানার ছাদ বদলাইতে হইবে এজন্য ২। ১ টা কাষ্ঠের প্রয়োজন ছিল। এপান হইতে লইয়। যাইবার কি সুবিধা হইবে না । সকলে স্নান করিতে জলে নামিবেন এমন সময়ে বরণ কহিলেনঃ“ মৃঙ্গা পুরে অত্যন্ত চোরের উপদ্রব, অতএব সকলে এক সঙ্গে স্নান না করিয়া এক একজন পাহীরা থাকা আবশাক । “ ঘাটে অপর লোক নাই, একটা করে ডুব দিতে কে আর চুরি করিবে বলিয়া পিতামহ দেখেন নিকটে এক সন্ন্যাসী নয়ন মুদ্রিত করিয়া বসিয়া }ছেন । তদর্শনে তিনি দেবগণকে সন্ন্যাসীর নিকট দ্রব্যাদি রাথিতে আদেশ করিয়া কছিলেন “ ঠাকুর এ গুলোর প্রতি একটু একটু নজর রাখবেন। সন্ন্যাসী ঈযং হাস্য করিয়া ঘড়ি নড়িয়া সম্মতির লক্ষণ প্রকাশ করিলে দেবতারা নিশ্চিন্তমনে জলে নামিয়া গামচায় গ। মলিতে লাগিলেন । এই সুযোগে ভগুসন্ন্যাসী একটা বৃহৎ পোটলা অপহরণ করিয়া পলায়ন করুিল । দেবতার স্নান করিয়া উঠিয়া দেখেন সন্ন্যাসী নাই। তঃন অনুসন্ধানে প্রকাশ হইল নারায়ণের আগ্র প্রভৃতি স্থানের খরিদ গালিচ দুলিচার পোটলাট চুরি গিয়াছে। নার। বেটা মলে মলে আমারই মাথায় হাত বুলালে । ব্ৰহ্ম। বরুণ, একি ! T ! সন্ন্যাসী-বেশে চোর । সাধু বেশে অসাধু ! মানুষকে ত চেনা ভার ? বরুণ। ভাগগি ক্যাস বাক্সটা হাত করে নি, তা হলেই কল কেতা যাওয় भूब्रिग्र निङ । এখান হইতে দেবতারা ভোগমায়া দেঞ্চি গমন করেন। উপস্থিত