পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৯২ কল্পদ্রুম | যস্যার্থ: স পুমান লোকে যস্যার্থ: স চ পণ্ডিতঃ । অধনেনার্থকামেন নার্থঃ শক্যোবিবিৎসতা । অর্থৈরথানিবধ্যন্তে গজৈরিব মহাগজাঃ । ধৰ্ম্মঃ কামশ্চ হৰ্ষশ্চ ধৃতিঃ ক্রোধঃ শ্ৰুতং মদঃ । অর্থীদেতানি সৰ্ব্বণি প্রবর্তন্তে নরাধিপ । পনাৎ কুলং প্রভবতি ধনাদ্ধৰ্ম্মঃ প্রবদ্ধতে । অসাধু সাধুতামেতি সাধুর্ভবতি দারুণ । অরিশ্চ মিত্ৰং ভবতি মিত্ৰঞ্চাপি প্রদুষ্যতি | অনিত্যচিত্ত পুরুষঃ তস্মিন কোজাতু বিশ্বসেৎ ॥ এ সকল প্রকৃত । ইহার একটী কথাও অপ্রকৃত নহে। যিনি-দরিদ্র, তিনি এ কথার সারবত্ত বুঝিতে পরিবেন । তাই বলি, এ অবস্থায় দেশের উন্নতি করিতে হইলে বিদ্যা বুদ্ধির উৎকর্ষ সাধনের সহিত অবশ্য অর্থেরও স্ত্রবৃদ্ধি সাধন কর। কর্তব্য ; কিন্তু অর্থের শ্ৰীবৃদ্ধিসাধন করিতে হইলে যে অন্তৰ্ব্বাণিজ্য ও বহিৰ্ব্বাণিজ্যের উৎকর্ষ সাধন করা চাই, এ কথা সকলেই স্বীকার করিবেন ও করিয়া থাকেন। অতএব যাহাতে দিন দিন বাণিজ্যের উন্নতি সাধন হয়, তদ্বিষয়ে সকলেরই মনোযোগ প্রদান করা কৰ্ত্তবা। আর আলস্যে দিন অতিবাহিত করিলে দেশের উন্নতি কখন হইবে না। দরিদ্রগণ প্রাণে মারা যাইবে । সভ্য ইংরেজ গবর্ণমেণ্ট এক্ষণে আমাদিগের উৎসাহ ও শিক্ষাদাতা হইয়াছেন। যাহাতে কৃষি ও শিল্প কৰ্ম্মের উন্নতি হয়, তজ্জন্য স্থানে স্থানে কৃষি ও শিল্পবিদ্যালয় সংস্থাপিত করিতেছেন। অন্তৰ্ব্বাণিজ্যের শ্ৰীবৃদ্ধির জন্য ভারতের প্রধান প্রধান স্থান সকল রেলওয়ে দ্বারা সংযুক্ত করিয়া দিতেছেন। ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের আবশ্যক দ্রব্য সমূহ ইংলণ্ড হইতে আসিয়া থাকে, এখন তাহার অনেকগুলি দ্রব্য এই দেশীয় শিল্পী ও ব্যবসারিগণের নিকট হইতে ক্রয় করিয়া লইবার আদেশ প্রদান করিয়া আপনাদের ব্যয় ংকোচ করিতেছেন ও প্রকারান্তরে আমাদিগকেও বাণিজ্যব্যবসায়ে রত হইবার উৎসাহ দিতেছেন। এই স্থযোগ উপেক্ষা করিয়া ধনাঢ্য ব্যক্তির বসিয়া থাকিয় কেবল টাকার সুদ গণনা করিলে আমাদের দুর্দশার আর পরিসীমা থাকিবে না। সত্য বটে দুর্ভিক্ষ বা অন্য কোন দৈবস্তুৰ্ব্বিপাকে ধনী ব্যক্তিরা সহজে দুর্দশাপন্ন হন না ; কিন্তু তাই বলিয়া অর্থ ও ক্ষমতাসত্বে যে