পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৭৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২৮ - কল্পস্তকম |

নারা । আঞ্জে, বুঝিচি । এখান হইতে দেবগণ ব্রাহ্মসমাজ, ব্রাহ্মসমাজ স্কুল, থানা, কাছারি ইত্যাদি দেখিয়ানগরের বাম পাখে এক স্থানে উপস্থিত চইলে উপ কহিল * বরুণ কাকা । বরুণ কাকা । ওটা দেখা যাচ্চে কি বরুণ কাক ? ” বরুণ। দেবরাজ সম্মুখে দেখ একটা গির্জা । এই গির্জাট রেভারেও, জে, ওয়েব্রেট নামক একটা সাহেব দশ হাজার টাকা ব্যয়ে নিৰ্ম্মাণ করেন। গির্জার সম্মুখে ঐ যে পুষ্করিণীটা দেখিতেছ পূৰ্ব্বে বোম্বেটের মানুষ খুন করিয়া উহাতে ফেলিয়া দিত। 驗 এখান হইতে কিছু দূরে ফাইলে বরুণ কহিলেন; পিতামহ ! এই স্থানের নাম পুরাতন বৰ্দ্ধমান। ১৬২২ অক্টে মুসলমানের এই স্থান আক্রমণ করে। ১৬৯৫ অব্দে সৰ্ব্বাসিং নামক এক জন জমীদার এই স্থানে বিদ্রোহ উপস্থিত করে এবং বৰ্দ্ধমানের রাজাকে হত্যা করিয়া তাহার পরিবারবর্গকে রুদ্ধ করিয়া হুগলি নগর আক্রমণ করিয়াছিল। এই কারণেই ইংরাজের বিনা করে কলিকাতার পুরাতন কেল্লা মেরামত ও তাহার চারি দিকে খাত খনন করিবার অনুমতি প্রাপ্ত হন । বিদ্রোহকারী জমিদার বদ্ধমানের যে সমস্ত রাজপরিবারকে রুদ্ধ করে, তন্মধ্যে রাজকুমারীকে পরম সুন্দরী দেখিয়া তাহীর সতীত্বনাশের চেষ্টা করিলে রাজকন্য। অস্ত্রাঘাতে তাহার জীবন নষ্ট করিয়া সেই অস্ত্র নিজ বক্ষে বসাইয়া প্রাণত্যাগ করেন। ব্ৰহ্মা। নারায়ণ দেখ! এখনও সতীকু সতীত্ব রক্ষা করিতে প্রাণ পর্য্যন্ত দিয়া থাকেন । আমার সোণার ভারত ! নারা । আর নাই। ওটা ১৬৯৫ সালের কথা । এখান হইতে এক স্থানে উপস্থিত হইয়া বরুণ কহিলেন, পিতামহ । সম্মুখে যে কালীমূৰ্ত্তি দেখিতেছেন, ইনিই শ্মশানকালী। লোকে বলে, মশানে সুন্দরকে প্রাণ দণ্ড করিতে লইয়া যাইলে দেবী এই মূৰ্ত্তিতে দেখা দিয়৷ তইার জীবন রক্ষা করিয়াছিলেন। - ইহার পর তাহারা অপর এক স্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন পিতামহ ! এই স্থানে মানসিংহ এবং তোদারমল এক সময় সৈন্য সামস্ত সহ তাম্বু ফেলিয়া বাস করিয়াছিলেন। এবং এই স্থানেই জাহাঙ্গীরের আজ্ঞায় সের আফগানের প্রাণ বিনষ্ট হইয়াছিল । নারা। বরুণ! জাহাঙ্গীর কি কারণে সের সাফগানের প্রাণ লইতে আজ্ঞা দেন ?