পাতা:কল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

যবে সােহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া
তুমি  দূর হতে বসি হেসাে না গাে সখা, হেসো না।
যবে রানীর মতন বসিব রতন-আসনে,
যবে  বাঁধিব তােমারে নিবিড়প্রণয়শাসনে,
যবে  দেবীর মতন পুরাব তােমার বাসনা,
ওগো,  তখন হে নাথ, গরবিরে কোরো মার্জনা কোরো মার্জনা।

৮ জ্যৈষ্ঠ ১৩০৪ বোলপুর

২৭