পাতা:কাদম্বরী নাটক.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ, খাদম্বরী নাটক। ও গদগদ বচনে স্বামী আলিঙ্গনে অগ্রবৰ্ত্তিনী হয়—কোকিল অনেক দিন স্বরবদ্ধ থেকে বসন্তের সমাগম সন্দর্শন করে উচ্চরবে মাধবের শুভাগমন স্বচনা করছে,—শারদীয়ান সময়ে, বালক বালিকাগণ যেমন নববস্ত্র পরিধানান্তর প্রতিবাসী ও পরিষদগণকে আপনাদের পরিচ্ছদ প্রদর্শন কোরে সুখানুভব করে,—মলয়ামীল সেই ৰূপ উত্তরানীলের ক্ষয় দর্শন কোরে পুলকে পরিপূরিত হয়ে, সুশীতল সুগন্ধ বহনে সকলের চিত্তরঞ্জন করে, আপনাকে কৃতকৃতাৰ্থ জ্ঞান করছে—উপবন ও সরোবর বনকুসুম সকল সান্ধাদে বিকশিত হয়ে রিশ্বপিতার গুণানুবাদ প্রকাশার্থে থমার্গে আপনাদের সৌরভ বিক্ষিপ্ত । করছে, সমস্ত জগৎ একেবারে আনন্দে ঢল ঢল করছে, এমন সময় আর নাই। রাগিণী বাহার-বাগেঞ্জ —তাল আড়াঠেক। সুখের বসন্ত ঋতু, উদিত হইল। কিবা মনোহর ছাদে, স্বভাবেরে সাজাইল ॥ মুঞ্জরিল তৰু যত, ফুটে ফুল কত শত, হেন শোভা সমাগত, কে কোথা হেরিল । পরিমল লোভে আলি, আনন্দে পড়িছে ঢলি, কোমল কমল কলি, বিকসিত হইল। কোকিল তমাল পরে, কুহুরবে প্রাণ ছরে, কুসুম আয়ুধ শরে, বিরহিনী আকুল। (ক্ষণ বিলম্বে) কৈ নবীন তাপসী যে এখন প্রত্যাগত হলেন না? তিনি কি আমার জন্য অন্যস্থানে গমন করেছেন?—না বনদেবীক্ষণ কাল আমায়, মায়ায় ছলনা করে পুনৰ্ব্বার অন্তর্ধ্যান হলেন ? না ত৷