পাতা:কাদম্বরী নাটক.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । হরিশ। আরে ভয়া ; আমি কি জাহাজ থেকে নেবে এলেম্‌, যে তুমি ঐ কথা বেলেছে । আমি মুবোধের এতে সম্বন্ধ কোরেছিলাম; কিন্তু তোমার মেয়ের মত পত্র, অামি একটাও পাইনি। তা সে যা হোক, আমার সম্পূর্ণ ইচ্ছে যে, বৌধের সঙ্গে নলিনীর বিবাহ হয় । হরি। দেখ হরিশ, দাদা, আজ যেন আমি, ধড়ে প্রাণ পেলেম্। আমার যে আজি কি শুভ দিন, তা বোলে জানাতে পারি না। আমার বরাবর ইচ্ছে, নলিনী তোমার পুত্রবধূ হয় । কেবল আমার শাশুড়ী মাগী, আর পরিবারের জন্যে এত দিনৃ ইচ্ছে প্রকাশ কর্তে পারিনি। যা হোক, এখনৃ জগদীশ্বর আমার মনোবাঞ্ছা পূর্ণ কৰুন । হরিশ । আমারও যে কি সৌভাগ্য, তাও আমি বলতে পারিনে । যেমন আমার সুবোধ—নলিনী তাঁর উপযুক্ত পাত্রী । ফলতঃ নলিনীর সঙ্গে সুবোধের সম্বন্ধ নিতান্তু বাঞ্ছনীয় । হরি। তবে পত্রাপত্র কোরে, একটা দিন কেন ধাৰ্য্য করা যাক না ? হরিশ। হান্‌ কি ? হুরি । ( পঞ্জিকায় অন্বেষণ করত দৃষ্টি পূৰ্ব্বক) এই মাসের পঁচিশে তারিখে দিন ভাল আছে। হরিশ। আজি পাচুই ! তা হলে একটু, হটাৎ হয়না ? কেন না উদ্যোগ করতে হবে । সুবোধের বিবাহ, আমার যেমন তেমন করে, সমাধা কর্তে ইচ্ছা নেই । - হরি ; পত্র করা বই ত নয় । তাতে ত অীর বিশেষ কোন উদ্যোগের আবশ্যক নেই । তার অর্ণর কি, এখনও কুড়ি দিন সময় অাছে।