পাতা:কাদম্বরী নাটক.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ সাক্ষাৎ দৰ্পণ নাটক । পড়লো দেখছি! ও বলে ‘কেবলি ইংরাজি বই পড়বো’ । তা ওর এক জন সাহেবের সঙ্গে বিয়ে না দিলে তো নয় ! মোক্ষদা । ওলো ! তোর দিদি এয়েছে, তোকে ডাকচে, যা । নলিনী । দিদি এয়েচে । আমি যাই গে । - { নলিনীর প্রস্থান । মোক্ষদা । সত্যি সত্যি বিয়ের কি হলো । হরি। আর কি হবে , তিনি কিছুই দেবেন না, আর বিয়েতে খরচ কত্তে চান না, তবে সেখানে বিয়ে কেমন কোরে হোতে পারে । মোক্ষদা। সেখানে যেন না হলো, বিয়ে ত হওয়া চাই– । আইবুড়োত রাখতে পারবে না । কতকাল অণর রাখবে। অণর রাখলে যে লোকে নিন্দে করবে । বিয়ে দিলে যে এত দিনে দু ছেলের মা হতেী ! হরি । ( ঈষৎ ৰুষ্ট ভাবে ) রাখতে না পারো, না হয় হাত প। ধরে জলে ফেলে দীও । ঘর বর দেখতে হবে । মক্ষদ। আমি কি তাই বলচি ! আমি বল চি কি, বলি অণর এক বার কেন তার কাছে যাও না । গয়না টয়নগর কথা গুণে এক বার তোলগে না, গয়না তিনি কি দিতে চান । হরি । খালি “ব’লা, সিথ, অপর পাইজেরি”। মোক্ষদা । তাতে কেমন কোরে হবে । মেয়ের বিয়ে যেমন কোরে হোক, আশে মাসের ভিতর দিতেই হবে । হুরি। আমি এক কাজ করেছি । হরিশ বাবুর কাছে এই কথা তুলে, সুবোধের সঙ্গে য’তে এই কৰ্ম্মট হয় তারির বিশেষ অনুরোধ করে এসেছি । মোক্ষদ তা কেরেছ, কোরেছ, কিন্তু আমি শুনিছি সুবোধ নাকি বেহ্মজ্ঞানী। আবার নাকি কোথায় সভায় যায় ;