পাতা:কাদম্বরী নাটক.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । ১৯ তাহলেও তুমি ভেব না, এতে কোন উপকার হবে। বাঙ্গলীরা আজকেও যেমন, কালও তেমনি থাকবে । কেদার । দেখ কালি ! এ বিষয়ে অপমাদের দেশের জন্যে অণমার যত কষ্ট হয়, তা আমি বোলে জানাতে পারিনে । তুমি আমাকে অনেক সময় জিজ্ঞাসা কর, “তুমি কেন এত ভাব’ ? তাঁর প্রধান কারণ এই যে, সমস্ত দিনৃ রাত অমি যেন প্রত্যক্ষ দেখতে পাই, আমাদের দেশ অধীনতায় পীডিত হয়ে দিবানিশি হাঁহণকার কোচ্ছে ! সকলেরই কাছে সাহায্য প্রার্থনা কোঁচ্ছে ! কিন্তু কেউ কর্ণপাৎ কোচ্ছে না । হায় ! কবে যে আমাদের দেশ এসব থেকে মুক্ত হবে, কবে অমরণ ভিন্ন জাতির কাছে অহঙ্কার কোরে পরিচয় দেব, যে অণমরণ ভারতবাসী ; অর্ণর অণমাদেরই এই তাঁরতরর্য । কালি । তোমার মত কজন বাঙ্গালী আছে ? তুমি যেন এই সকল কথা ঘরের ভিতর বোলে পর পাচ্ছে, কিন্তু অন্য লোকের কাছে বল্পে তোমাকে হেঁসে উড়িয়ে দ্যায় । কেদার । তা না হলে এতক্ষণ অামি ঘরে একলা বোসে এ সকল কথার অীন্দোলন কৰ্ত্তেম না । গলিতে গলিতে, বাজারে বাজারে, রাস্তায় রাস্তায় এই সকল কথা বোলে বেড়াতাম । কিন্তু আমি নাকি জানি বাঙ্গালীদের মধ্যে অীজে কুসংস্কায় প্রভূতি অনেক দোষ অাছে। আর তারা নাকি আমার ভাব বুঝতে পারবে না; কাজে কাজেই তামাকে হেঁসে উড়িয়ে দেবে । কিন্তু অামার মনে মনে ভারি ক্লেশ হয়। আমি সম্পূর্ণরূপে এ সকল ভাব দমন করতে পারিনে, তাই কখনো কখনো প্রকাশ করি । ( দোয়ারির প্রবেশ ) । দোয়ারি । কিহে ! কিসের ঝগড়া ?