পাতা:কাদম্বরী নাটক.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○b" সাক্ষৎ-দৰ্পণ নাটক হর । আচ্ছা আজি না হয় কালকে বলবো । হর-মা. এর অর্ণবীর অণজ কাল কি ? টাকা নেই টাকা চাবি, ষে দিতে পারবে সে থাকবে। যে না দিভে পারবে, সে পথ দেখবে । তোর ঢং দেখলে লোকের গায় জ্বর অসে । বুড় মাগি হলি এখনো আক্কেল হলো না ? হর। হেগো হেঁ—আমি বুড়ো, তোমার মত যুবর্তী ত অণর নেই ? অামার যা ভাল বোধ হয়, তাই অামি কর বো, তুই যা । হর-মা । বলি হেলা হর ! তোর যে বড় চোপা হয়েচে দেখচি ? আমাকে অমন করে বলিসনে, মুখে কুড়িকিষ্টি বেৰুবে ? হর । কি বল্লি ? মুখে কুড়িকিষ্টি বেৰুবে ? হেলা সৰ্ব্বনাশি ? তুই জানিস নে তুই কে ? আমি যদি তোর পেটে হভেম, তা হলেও তুই আমাকে অমল শক্ত শক্ত কথা বলতে পাত্তিস্নে । তুই কি না চাকরণি ! হলি ছোট লোক, ছোটজাত। তামার এমনি পোড়া কপাল যে, তোকেও আমার মা বলতে হয় ! ! হর-মা। আচ্ছা বাবু আচ্ছা, তোমার ঘর শংসার নিয়ে তুমি থাকে, আমি চল্লেম । কিন্তু বাবা তোমার নাকের জলে চকের জলে হবে । ( হরকগলির মাতার প্রস্থান ) হর । (স্বগত) কি অশ্চিয্যি ! আগে মনে করেছিলেম যে কত সুখে থাকবে, কত টাকা রোজগার কৰ্ব্বে । নিক্তি নিক্তি নতুন মজা করবো । কিন্তু সে সকল চুলোর দোরে গেল! এখন কিনা যে মগা চাকরাণি ছিল, তার লাতি ব্যাটা খেতে হচে । কিন্তু কি কর বো অামার দেশষ নেই। বিয়ে হলো একটা বুড়োর সঙ্গে বচর ফিরে আসতে না অস্েিতই বুড়ো গেল মরে । বাপের বাড়ীর লাঞ্ছনার আর শেষ