পাতা:কাদম্বরী নাটক.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b সাক্ষাৎ-দৰ্পণ নাটক । নেপথ্যে—“ইউ ষ্ট পিড়”—আমি-আমি আমরা । হর । তুমি কে ? তোমরা কে ? নেপথ্যে । ( বিকট স্বরে ) “তুমি কে – তোমরা কে !” তোমার ভগতাঁর – - ছর । কালি বাৰু ? নেপথ্যে। (বিকট স্বরে) “কালি বাবু!” ছর । অণর কে ?

  • নেপথ্যে–(অন্য এক স্বরে) কু-উ-উ – হর । (দ্বার উদঘাটন করিয়া) উটি কে ? কোকিল পকি নাকি ?

(দেশয়ারি, কালি, এবং কেদীরের প্রবেশ ( ) দোয়ারি । (কু-কু-করিতে করিতে হরকলির সম্মুখে মুখোব্য দন পূৰ্ব্বক দণ্ডায়মান) হর। কালি বাবু! এটকে কোথীথেকে ধরে নিয়ে এলে? রাজেন্দ্র মল্লিকের চিড়িয়াখণনা ত কাছেই অণছে, এমন যায়গণ থাকৃতে এখানে নিয়ে এলে কেন ? যদি কিচ কিচ কোরে আঁচ ডায়, কামড়ায়, তা হলে শিকলি কোথায় পাব ? দোয়ারি। আর শিকলিতে কায নেই বাবা ! তোমার রূপেতে অধীনৃকে এমনি বেঁধেচে যে, যদিও কিচ কিচ করি তাহলে ভোমার ঐ শ্রীচরণে পড়েই কৰ্ব্বে । হর । মরি মরি তোমার বালাই নিয়ে মরি! দোয়ারি। শাঠ ! ষষ্টির দাস, বাবাঠাকুরের দাস, মা ঠাকুরের * . দাস । অমন কথা বলতে আছে ? তুমি মলে এভ রাত্তিরে অমরা কার কাছে মর্তে যাব ? (পদধুলী হরকালির মাথায় অপর্ণ করিয়া ) চিরজীবী হও । অামার বগোলে যত চুল তত তোমার প্রমণই হোক। হাভের নেয়া ক্ষয় যাক ।