পাতা:কাদম্বরী নাটক.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । 8\S» - কেদার । তবে আমীদের দেশের পুলিয তো চমৎকার ! কেবল । পীড়নের সময় তৎপর ! দোয়ারি। বাবা চুপ কর । আমাদের ও সকল কথায় কাজ নেই । o ( ভবর প্রবেশ । ) ভব । কি অণন্তে হবে বলে ? কালি । এক বোতোল দু নম্বরের একশা নিয়ে এস। এই দুটো টাকা ন্যাও । (ভবর প্রস্থান ) দোঁয়ারি । এক ছিলিম তামাক দিতে বল্পেনা ? হর । অণর ওমাগিকে ডেকে কণজ নেই । আমি তামাক সাঁজছি । ( হরকলির কলকে লইয়া প্রস্থান ) দোয়ারি । আমার ত নেশা সব ছুটে গিয়েছে। কেদার । অণমার ত নেশা প্রায় হয়নি । কালি । “ও ইএস’ ! আমারও নেশা আদিতে নেই । (হুরকালির কলেক লইয়া প্রবেশ ।) দোয়ারি । চাবুক লাগান যাক বাবা । ( ধুম পান ) কেদার । ও হে চাঁটের কি হবে বল দিকি ? হর । আমার কাছে গোটা কত নেবু আছে দিচ্চি। কালি । তাতে হবে না । আমার খিদে পেয়েচে, কিছু জল খাবার চাই । কেদার । অtছা তোমরা বোসো, আমি নিয়ে আপশ্চি । ২ কালি । চল সকলে যাই । t o o