পাতা:কাদম্বরী নাটক.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

floo সাক্ষৎ-দপূর্ণ-নাটক । কালি । ( গামছ লইয়া ) এই নাও । এক কেীয়া কমলা নেবু খাও। “নউ দোয়ারি ইটস ইওর টাৰ্ণ”। দোয়ারি। “গুড হেলত” । কেদার। (ছরকলির দিকে তাকাইয়া ) “আই ডিস্ক ইওর হুেলত” । । হর । তোমরা বায়ু বাঙলা করে বল । আমি ইংরিজি জানিনে । গালাগাল দিচ্চ কি ভাল কথা বলছ, আমি কিছুই বুঝতে পার চিনে । কালি । বেটীরা রম্ মিশিয়েছে। অঙ্গদত জিনিস দেয়নি । হর । রণত্রে কি ভাল জিনিস পাওয়া যায় ? দোয়ারি । মেয়ে মানুষ ! তোমার ঘরে বায়া তবলা অঙ্গছে ? হর । বায়া তবলা থাকবে না ত ঘর করি কি নিয়ে। কালি । আমার মেয়ে মানুষের ঘরে যন্তর নেই, তুমি জিজ্ঞাসা করলে কেমন করে ? : দোঁয়ারি। তবে নিয়ে এস একটু আমোদ প্রমোদ করা যাগ । কিন্তু আর একটু খেয়ে নিলে ভাল হয়। কলি । ( মদ্য ঢালিয়া ) হর খ৷ ভাই । হর। আবার কেন ? “নড়ে চড়ে বুঝি বুড়ির পোদে হাত ?” কালি । হুর একটু খা । হর । মদ না খেলে বুঝি মজা হয় না । গণও বাজাও অামোদ কর, মদ খাওয়া কেন ? কালি । গাওনা বাজনাত হবেই। এটা কেবল বাড়তির ভাগ । তার কি জন সাদী চোকে মজা হয় না । কেমন যান ষ্টীক ফাঁকা বোধ হয় । এ অমৃত ষখন পেটে পড়ে ভখল চারি দিক ব্যান গম্‌ গম্‌ করতে থাকে । মন ডানা বের করে, মেজাজ গড়ের মাঠ হয় । সরস্বতি নাকে, মুখে