পাতা:কাদম্বরী নাটক.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী নাটক। o ক্ষত চরণে এতদূর এসেছিলেম জানিন, কিন্তু যখন নৈশ গগণে, “ হা দুশ্চারিণী-ব্রহ্মহত্যাকারিণী চণ্ডালিনী মহাশ্বেতা!" শব্দ প্রতিধূনিত হলে, তখন আমার সমস্ত বিষয় পুনৰ্ব্বার স্মৃতিপথাৰঢ় হলে,— চন্দ্র। কেন আপনার সহচরী কি আপনার সহ আসে নাই, আপনি এতদূর একাকিনী এসেছিলেন ? মহা । রাজকুমার! আমি উন্মাদিনী হয়ে, যেৰূপ প্রকারে এসেছিলেম, বোধ করি পবনদেব, স্বয়ংও মেৰূপ পারেন না । যা হোক, আমায় প্রতিবন্ধকতা দেবেন না, তা হলে আমি আর সে সকল বর্ণন করতে সমর্থ হবে না। চন্দ্র । দেবি ! অপরাধ ক্ষমা করুন, আমি আর কোন প্রতি বন্ধকতা দিব না, তার পর কি হলে বলুন । মহা । তার পর ঐৰূপ আৰ্ত্তনাদ শব্দ, অন্ধের ন্যায়, অনুসরণ করে একটা পত্ৰকুটীরে উপস্থিত হলেম। আমার প্রবেশ মাত্র কপিঞ্জল গাত্রোথান করে “ মহাশ্বেতে ! তোমার কারণে আমার প্রণাপেক্ষ প্রিয়তম বয়স্তের হৃদয় বিদীর্ণ হয়েছে । " এই মাত্র বলে গৃহের এক পাশ্বে দণ্ডায়মান হয়ে যদৃচ্ছাক্রমে অশ্রু পতন করতে আরম্ভ করালেন । আমি শায়িত প্ৰাণেশ্বরের পদ ধারণ করে দেখি না, তার সমস্ত অঙ্গ শীতল, প্রাণবায়ু বহুক্ষণ বহির্গত হয়েছে। তার পর আমার কিৰূপ তুর্দশী সম্ভব্য, আপনি বিবেচনা করুন। (ক্ৰন্দন) চন্দ্র। দেবি ! আমি যদি অগ্রে জনৃতেম যে, এই বিষয়ের শেষাঙ্ক এতদূর ভীষণ ও দুঃখজনক, তা হলে কখনই আপনাকে এ অনুরোধ করতেম না । কিন্তু এক্ষণে আপনার এৰূপ তপস্যাবলম্বনের কারণ কি ?