পাতা:কাদম্বরী নাটক.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oن সাক্ষাৎ-দৰ্পণ নাটক মদ খাইয়ে তবে অামার আণর কাজ ।” আমার মনে বড় ভয় হলো । আমি বল্লেম “আমাকে ছেড়ে দাও আমি ঠাকৰুণের কাছে যাই । অামি কখন মদ খাইনি, আমাদের বাড়ীতে কেউ মদ খায় না, আমি কেমন কোরে মদ খাবো ? তোমার ছুটী পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও।” তিনি একটা খারাপ কথা কয়ে বল্লেম" দুর শালি ।” এই সকল কথা শুনে আমার ভারি ভয় হল, দুঃখুও হল, রাগও হলো । আমি চেচিয়ে কণদে লাগলেম । তারপর উনি চেচিয়ে ক’দে দেখে, অশ্মীকে চিৎ করে ফেলে আমার মুখের ভেতর আঁচোল পুরে দিলেন। আমি মনে কল্লেম, চেচাই । কিন্তু চেঁচাঁবারও যো ছিল না ; তারপর কি হয়েছিল অগমি জান্তে পারিনি । যখন তামার হ্রস হলো, তখন দেখি না নলিনী আমার গল। জড়িয়ে কঁদিচে, আর ঠাকৰুণ “কি হলো ! কি হলো সৰ্ব্বনাশ হলো !” বলে কপালে চাপড় মাচ্চেন। আর ঠাকুরপো অর্ণমার মুখে জলের ছিটে দিচ্ছেন । অামি প্রথমে এ সকলের কারণ কিছুই বুঝতে পাল্লেম না। তারপর ক্রমে ক্রমে আমার সব মনে পড়লো । আমি ঠাকৰুণের প। জড়িয়ে ধরে কপদে লাগলেম । তিনি “মা ! মা ! আমার ঘরের লক্ষনী, ” বলে কাদে বৰ্গদে অণমাকে কোলে নিলেন । ঠাকুরপো চোক মুচ তে লাগলেন অণর বলতে লাগলেন “একটু চুপ কর, এখন কেঁদে না ।” বোলে বাতাস কত্তে লাগলেন । ( চক্ষু মুছিতে ২ ) দেখ ভাই কামিনি, শাশুড়ি যেমন হতে হয় তেমনি হয়েছে, দেওরও যেমন হতে হয় তেমনি হয়েছে কেবল এক দুঃখে অামার হাড় কালি হলো । (ক্ৰন্দন)