পাতা:কাদম্বরী নাটক.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ সাক্ষাৎ-দৰ্পণ নাটক । কামিনী। আমি ঠাট্টা কচ্চিনে, আমি তোমাকে ঠিক কথা বল চি । যখন আমার বিয়ে হয় তখন চার চোকের মিলনের সময় অণমি যেরূপ দেখেছিলাম, তা এখনও আমার মনে হলে বুকের ভেতর ধ ঢু ফছ করে, অণর রক্ত জল হয়ে আসে । এমন ভয়নিক কদণকণর রূপ অামি কথন দেখি নি । কুসুম। ভাই সোয়ামির নিন্দে কত্তে নেই। কথায় বলে ভাত রের নিন্দে কল্পে নরোকে ভুগতে হয় । কামিনী । যাকে আমি কখন ছুইনি আর কখন ছোবও না, যার কাছে কখন শুইনি আর কখন শেবেও না, যার সঙ্গে কথন কথা কইনি, আর কখন কবও না, সে তাবার তামার সোয়ামী কি ? * কুসুম ও মা ! অমন কথা বলতে আছে কামিনী ? তুমি কি পাগোল হয়েছ না খেপেচ ? অমন কথা বলোনা ভাই । ছি! তোমাকে আমরা আমাদের মধ্যে ভাল বলে জানি, তুমি এত লেখা পড়া শিখেছ, তোমার এত বুদ্ধি, তুমি কি না এখন পণগোলের মত কথা কও ? ছি ভাই ! কামিনী । কুসম, আমার ওপর রাগ করে না। অামার ওপর বিরক্ত হয়ে না । তুমি যদি আমাকে না ভাল বাস, তাহলে তার আমাকে কে ভাল বাস বে ? মা বাপ অণমার হাত পা ধরে জলে ফেলে দিয়েছেন । সকলে আমাকে সূণ। করে, তাছল্য করে, কেবল তুমি অপর নলিনী আমাকে ভাল বাস, অণমার ওপর বিরক্ত হুয়ো লা ( ক্রমদন ) , কুসুম । ভাই দিদি তামার, কমিনি ! অ’মি তোমার ওপর কেন রাগ কঞ্চো ? তুমি আমার কি করেছে ? ভুমি হাজার দোষ কল্পেও তোমার ওপর রাগ কৰ্ব্বো না ; কেননা অtiম