পাতা:কাদম্বরী নাটক.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাক্ষৎ-দৰ্পণ নাটক । বীমা । কাদু তুই ভাই জনিস নে, খাওয়াতে পরীতে সুখ নেই। যত হয় ততই ইচ্ছে হয়, আরও হোক। কিন্তু মনের সুখই সুখ । যার সোয়ামী নেই তার কে আছে বল দিকি ? কোথায় গেলেই বা সে সুখ পায় ? মা, বীপ, ভাই, বোন কেউ কারে নয় । যার সোয়ামী নেই তার কেউ নেই । যদি কেউ একটা অপমানের কথা বলে, তাহলে অমৃনি মনে হয় অর্ণমার সোয়ামী নেই বোলে তাই আমাকে সকলে তাচ্ছল্লি ক রচে । কিন্তু সোয়ামী থাকলে কেউ কত্তে পর ত না । কাদ। তাঁর অণর কথা কি ভাই । কথায় বলে,“সোয়ামীধন বড় ধন ৷” (মোক্ষদণর প্রবেশ ) মক্ষদা । হ্যা কমিনি, বলি তোমার কি নিচে নাব দে নেই মা ? ওপরে বসে থাকলে কি কোন কাজ হয়ে থাকে ? হুঁ,াগ বামা ! তোমার বাবা কি বাড়ী ফিরে এসেছেন ? বীমা । কেন, তিনি ত কোথাও যান্‌ নি ? মোক্ষলা । ওমা, তুমি বুঝি কিছু খবর রাখোন ? তোমার বাপ যে পুলিষে গিয়েছেন ? বীমা । ( স্বচকিতে ) সে কি ! মোক্ষদণ । তোমাদের ভাই, কালি, অপর বাড়য্যেদের কেদণর নাকি কাল রাত্তিরে কোথায় মারামারি করেছিল বলে, তাদের পুলিয়ে ধরে নিয়ে গেছে, তাই তোমার বাপ, সুবো দের বীপ, অর্ণর অণমণদের কৰ্ত্ত। তাদের ছড়িয়ে নিয়ে আগস্তে গিয়েছেন্‌ ৷ কণদ । দাদারত এমন আগে ছিল না, কেবল পীচ জনে পড়ে ওয়াকে খারাপ কল্পে । -