পাতা:কাদম্বরী নাটক.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কদম্বরী নাটক। SJ দুহিতা কাদম্বরী। বাল্যকালাবধি একত্রে শয়ন, ভোজন, ক্রীড়া ও কৌতুকে আমাদের পরস্পরে কেমন একটা অভেদ্য স্নেহভাব জন্মেছে তা আর বক্তব্য নয়। আমার এইৰূপ অবস্থা সন্দর্শনে কাদম্বরীও প্রতিজ্ঞা করেছে যে, “প্রিয়সখী মহাশ্বেতার যতকাল কৌমারী-ব্ৰত না উজ্জাপন হয়, ততকাল তিনিও তদনুৰূপ অবস্থায় থাকবেন।" এই সকল কথা শ্রবণ করে সখীর পিতা মাতা আমার নিকট সংবাদ প্রেরণ করেন। আমি তরলিক দ্বারা তাহাকে অনেক সান্তনা বাক্যে প্রবোধ দিয়ে, পিতা মাতার আজ্ঞা প্রতিপালনে মনোযোগিনী হতে অনুরোধ করেছি। তরলিকাও গন্ধৰ্ব্ব রাজধানীতে যাত্র করেছেন, এমন সময় আপনি এস্থানে উপস্থিত হয়েছেন। চন্দ্র । ভগবতি ! বোধ হয় যেন একটা যুব সহকারে কোন নবীন রমণী এই দিকে আসিতেছেন। মহা । তবে বোধ হয় তরলিকাই আসছে। (কে রক সহকারে তরলিকার প্রবেশ ) উভয়ে। দেবি ! প্রণাম হুই । মহা। দীর্ঘায়ুভব। কেয়ুরক। ঐ শীলতলে উপবিষ্ট হও, তরলিক! আমার প্রিয়সখী কাদম্বরী কুশলে আছে তো? . উভয়ে। ই দেবি ! হেমকুটের সমস্ত মঙ্গল। মহা । কাদম্বরী আমার সংবাদ প্রাপ্ত হয়ে কি বল্লেন ? মাত৷ পিতার আজ্ঞা প্রতিপালনে সৰ্ম্মত আছেন তো ? তর। দেবি । তিনি আপনার বাক্য শ্রবণে, যদৃচ্ছ অশ্রু বিসর্জন করে সাতিশয় দুঃখিত হয়েছেন এবং আর আর যাহা বক্তব্য তাহা এই কেয়ূরকের দ্বারা বলে পাঠিয়েছেন।